এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান সৃজনশীল সাজেশন-০২

পূর্ণমান ঃ ৭০

সময় ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট
[যে কোন সাতটি প্রশ্নের উত্তর দাও]
১। ইদানীং বারদী বাজার, শান্তির বাজারসহ দেশের প্রায় সব বাজারের দোকানে পলিথিন ব্যাগের ব্যবহার বেড়ে গেছে। দোকানিরা যে কোনো সদাই দেয়ার জন্যই পলিথিন ব্যাগ ব্যবহার করে। চিনি, আটা, ময়দা, ডাল প্রভৃতি সদাইয়ের জন্য পলিথিন আর তেল কিংবা তরল পদার্থের জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকেন।
ক) পলিমার শব্দের অর্থ কী?
খ) প্লাস্টিকের ভৌত ধর্মগুলো উল্লেখ কর।
গ) উদ্দীপকে উল্লিখিত সদাই রাখার জাতগুলো পলিমার যৌগ- ব্যাখ্যা কর।
ঘ) উল্লিখিত পলিমার যৌগের ব্যবহার পরিবেশের জন্য কতটা ক্ষতিকর বলে তুমি মনে কর- ব্যাখ্যা দাও।
২। রাতে ঘুমাতে যাওয়ার আগে ইফতি হঠাৎ লক্ষ্য করল তার শোবার খাট ও সিলিং ফ্যান কাঁপছে। সকাল বেলা জানতে পারল রাতে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল যাতে করে অনেক পুরাতন ভবন ফেটে গেছে কিংবা কোথাও হেলে পড়েছে।
ক) খরা কী?
খ) বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ- ব্যাখ্যা কর।
গ) ইফতির লক্ষ্য করা প্রাকৃতিক দুর্যোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? বিশ্লেষণ কর।
৩। প্রচণ্ড ঠাণ্ডায় সানী জানুয়ারি মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একটি সুতি জামার ওপর আরও একটি সুতি শার্ট পরল। সে লক্ষ করল তাতেও তার বেশ ঠাণ্ডা লাগছে। কিন্তু গত তিন-চার মাস আগে সেপ্টেম্বর- অক্টোবরে সে যখন শুধু একটি সুতি জামা পরেই স্কুলে যেত তখন এ ধরনের সমস্যা হতো না।
ক) রেশম কী দিয়ে তৈরি?
খ) লিনেনকে প্রাকৃতিক তন্তু বলা হয় কেন?
গ) শীত নিবারণের জন্য সানীর কোন ধরনের কাপড় পরার দরকার ছিল? ব্যাখ্যা কর।
ঘ) একই কাপড়ে দুই সময়ে দুই ধরনের অনুভূতি লাগার কারণ বিশ্লেষণ কর।
৪। ঐশী সব সময় মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। একদিন ঐশী বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। তার মা তাকে কোমল পানীয় খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে তার বোন শশী সয়াদুধ, সয়ামাখন ও ফলমূল বেশি পছন্দ করে।
ক) আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহার করা হয়?
খ) দুর্বল এসিড কী? বুঝিয়ে লিখ।
গ) ঐশী কীভাবে সুস্থ হল? ব্যাখ্যা কর।
ঘ) ঐশী ও শশীর খাবারের মধ্যে কোনটি এসিডিটির কারণ- বিশ্লেষণ কর।
৫। আড়াই হাজারের ইদবারদী গ্রামের আবদুল মালেক একজন তাঁত ব্যবসায়ী। তার সুতা তৈরির কারখানা রয়েছে। প্রাকৃতিক ও কৃত্রিম সব প্রকার সুতা তিনি কারখানায় উৎপন্ন করেন। পাশাপাশি তার বস্ত্র তৈরির কারখানাও রয়েছে। তার কারখানায় রেশমি ও পশমিসহ প্রায় সব প্রকার বস্ত্র তৈরি হয়।
ক) তন্তু কী?
খ) উদ্ভিদ থেকে কীভাবে বিভিন্ন প্রকার তন্তু পাওয়া যায়? বুঝিয়ে লিখ।
গ) কীভাবে গুটি থেকে রেশম সুতা উৎপন্ন করা হয়? বর্ণনা কর।
ঘ) রেশম ও পশমের তুলনামূলক আলোচনা ব্যাখ্যা কর।
৬। সোনারগাঁয়ের মেঘনা নদী বিধৌত নুনেরটেক এলাকার মাটি শিলা ও খনিজ পদার্থ মিশ্রিত। এ মাটির কণাগুলো আকারে বড়। পানি খুব তাড়াতাড়ি সরে যায়। অপরদিকে মছলন্দপুর এলাকার মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ব।
ক) মাটির নিরপেক্ষ pH কত?
খ) হরাইজোন স্তর কাকে বলে? বর্ণনা দাও।
গ) নুনেরটেক এলাকার মাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ) নুনেরটেক ও মছলন্দপুর এলাকার মধ্যে কোনটিতে বেশি ফসল ফলবে বলে তুমি মনে কর। যুক্তিসহ ব্যাখ্যা দাও।
৭। নাফিউলের দাদি পান খাওয়ার জন্য শুকনো চুনের মধ্যে পানি দিল। ফলে একটি নতুন যৌগ উৎপন্ন হল। নাফিউল উৎপন্ন যৌগের সঙ্গে ফেনফথ্যালিন দ্রবণ যোগ করায় দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করল। এরপর এতে সালফিউরিক এসিড যোগ করা হল।
ক) ভিনেগারের রাসায়নিক নাম কী?
খ) সোডিয়াম হাইড্রোক্সাইড লাল লিটমাসকে নীল করে কেন?
গ) উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সঙ্গে সালফিউরিক এসিডের যে বিক্রিয়া হবে তা উল্লেখ কর।
ঘ) সালফিউরিক এসিডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলো বিক্রিয়ক যৌগ দুটি থেকে ভিন্নধর্মী- বিশ্লেষণ কর।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ছাত্র সজীব শিক্ষাসফরে জামালপুর যায়। সে ঐখানে মাটি বিশ্লেষণ করে মাটির ওপরের স্তরে জৈব পদার্থের অস্তিত্ব দেখতে পায়।
ক) চুনাপাথরের রাসায়নিক সংকেত কী?
খ) বালু মাটির বৈশিষ্ট্য লিখ।
গ) উদ্দীপকে উল্লিখিত মাটির স্তরটির অবস্থান দেখিয়ে জামালপুরের মাটির বর্ণনা দাও।
ঘ) জামালপুর ফসল উৎপাদনের জন্য কতটা উপযুক্ত তা ব্যাখ্যা কর।
৯। ঢাকা শহরে প্রাকৃতিক গ্যাসের সংযোগ পাওয়া গ্রাহকদের মাস শেষে নির্ধারিত বিল পরিশোধ করতে হয়। গ্যাস ব্যবহার কম বেশি হলেও বিল সমপরিমাণই দিতে হয়। তাই অধিকাংশ গ্রাহকরা কাজে-অকাজে সারাক্ষণই চুলা জ্বালিয়ে রাখেন।
ক) ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি?
খ) মাটিতে পানি না থাকলে গাছপালা জন্মাতে পারে না কেন?
গ) উদ্দীপকে উল্লিখিত খনিজসম্পদটির ব্যবহারের সীমাবদ্ধতা উল্লেখ কর।
ঘ) উল্লিখিত খনিজসম্পদের সঙ্গে পেট্রোলিয়ামের তুলনামূলক ব্যবহার চিত্র উপস্থাপন কর।
১০। মিসেস জাহানারা রহমান একজন সচেতন গৃহিণী। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিনি হিসাব করে চলেন। প্রতিদিন গড়ে ৫ ঘণ্টা করে ৬০ ওয়াটের ৮টি বাতি জ্বালান। পত্রিকার মাধ্যমে তিনি জানতে পারেন এনার্জি সেভিং বাল্ব বিদ্যুৎ সাশ্রয়ী। ফলে বাতিগুলো পরিবর্তন করে তিনি ৮টি ২০ ওয়াটের এনার্জি সেভিং বাতি লাগান।
ক) আইপিএস কী?
খ) একটি বাল্বের গায়ে ২২০ ভোল্ট-৬০ ওয়াট লেখা আছে এর অর্থ কী?
গ) প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭.৫০ টাকা হলে পূর্বে জাহানারা রহমানের কত বিল আসত?
ঘ) বাল্বগুলো পরিবর্তনের ফলে পরবর্তীতে জাহানারা রহমানের কী লাভ হল? যুক্তিসহ ব্যাখ্যা দাও।
১১। রাব্বি কলেজ থেকে বাসায় ফিরে খেতে বসল। সে লক্ষ্য করল খাবার টেবিলের গ্লাস, প্লেট গড়িয়ে নিচে পড়ে গেল। টেবিলসহ খাট, ফ্যান সব কিছু কাপছে। সে বুঝতে পারল কোন প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়েছে। সঙ্গে সঙ্গে টেলিভিশনে খবর দেখতে বসে পড়ল।
ক) সুনামি শব্দের অর্থ কী?
খ) বৈশ্বিক উষতা কী? ব্যাখ্যা কর।
গ) রাব্বির লক্ষ্য করা প্রাকৃতিক দুর্যোগটি কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? বিশ্লেষণ কর।

No comments

Powered by Blogger.