এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টিউটোরিয়াল-০৬

বহুনির্বাচনী অংশ

১. পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?
(ক) প্রথম (খ) দ্বিতীয় √(গ) তৃতীয় (ঘ) চতুর্থ
২. বাংলাদেশে ডেস্কটপ পাবলিশিংয়ের কাজ শুরু করে কত সালে?
(ক) ১৯৮৬ সালে (খ) ১৯৮৪ সালে
√(গ) ১৯৮৫ সালে (ঘ) ১৯৮৭ সালে
৩. মাইক্রোসফট কত সালে আইবিএম পিসির জন্য DOS বাজারজাত করে?
(ক) ১৯৭১ সালে (খ) ১৯৭৮ সালে
√(গ) ১৯৮১ সালে (ঘ) ১৯৯১ সালে
৪. Analytical Engine কত সালে তৈরি হয়?
√(ক) ১৮৩৩ সালে (খ) ১৯৩৩ সালে
(গ) ১৯৪৬ সালে (ঘ) ১৯৪৯ সালে
৫. কতটি কম্পিউটারের গুচ্ছ নিয়ে আইবিএম রোড রানার গঠিত?
√(ক) ২৩০০ (খ) ৩২৪০ (গ) ৩৩০০ (ঘ) ৪০০৪
৬. পরমাণু শক্তি উৎপাদন, জঙ্গি বিমান, মহাকাশযান, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে কোন কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে?
(ক) এনালগ (খ) ডিজিটাল
(গ) হাইব্রিড √(ঘ) মেইনফ্রেম
৭. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
(ক) পিসি √(খ) মাইক্রোকম্পিউটার
(গ) আইবিএম (ঘ) মাই কম্পিউটার
৮. ডাটাবেজ প্রোগ্রামে প্রতিটি ফিল্ডের নাম সর্বোচ্চ কতটি বর্ণ পর্যন্ত হতে পারে?
(ক) ৯টি (খ) ১১টি √(গ) ৬৪টি (ঘ) ২৫৫টি
৯. কোনটি এনিমেশনের জন্য বিশেষ প্রয়োজন?
√(ক) ভির‌্যাম (খ) ফায়ারওয়্যার
(গ) টিভি কার্ড (ঘ) মডেম
১০. গাণিতিক ফলাফল সংরক্ষণের জন্য নির্দিষ্ট করা থাকে-।
(ক) প্রোগ্রাম গণনাকারী রেজিস্টার (খ) নির্দিষ্ট রেজিস্টার √(গ) একুমুলেটর রেজিস্টার (ঘ) কোনোটিই নয়
১১. আইবিএম পিসি নামে মাইক্রো কম্পিউটার কত সালে বাজারে ছাড়া হয়?
(ক) ১৯৭১ সালে (খ) ১৯৭৬ সালে √(গ) ১৯৮১ সালে (ঘ) ১৯৮৫ সালে
১২. তথ্য আদান-প্রদানের জন্য নিচের কোনটি অধিকতর নিরাপদ?
√(ক) Pen Drive (খ) Floppy Disk (গ) Hard Disk (ঘ) DVD
১৩. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
(ক) Linxu √(খ) Unix
(গ) Window (ঘ) Mac OS
১৪. সুইচ অন করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কী দেখে?
√(ক) র‌্যাম স্পেস (খ) হার্ডডিস্ক স্পেস
(গ) স্টার্টআপ ডিক্স (ঘ) টাইম
১৫. AND গেট ও NOT গেটের সমন্বিত গেটকে কী বলে?
(ক) NOR গেট (খ) XOR গেট
√(গ) NAND গেট (ঘ) XNOR গেট
১৬. OR গেটে দুটি ইনপুট ০ ও ১ হলে আউটপুট হবে .........
(ক) ০ √(খ) ১ (গ) ২ (ঘ) কোনোটিই নয়
১৭. বাইনারি ১১১০ এর হেক্সা ডেসিমেল মান কত?
(ক) 15 (খ) 14 (গ) A √(ঘ) E
১৮. বানান ও ব্যাকরণ পরীক্ষা করার অপশনটি কোন মেনুতে থাকে?
(ক) Insert মেনু √(খ) Tools মেনু
(গ) Format মেনু (ঘ) Edit মেনু
১৯. মাইক্রোসফট কোম্পানি মেকিনটোশ কম্পিউটারের জন্য এক্সেল স্প্রেডসিট প্রোগ্রাম তৈরি করে-
√(ক) ১৯৮৫ সালে (খ) ১৯৮৭ সালে
(গ) ১৯৯০ সালে (ঘ) ১৯৯১ সালে
২০. ওয়ার্কসিটে সিলেক্ট করা ঘর সমষ্টিকে কী বলে?
(ক) সেল (খ) সেল অ্যাড্রেস
√(গ) রেঞ্জ (ঘ) স্প্রেডসিট
২১. বর্ণভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম কোনটি?
√(ক) ডিবেজ (খ) ফক্সপ্রো (গ) ক্লিপার (ঘ) এক্সেল
২২. নিচের কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?
(ক) Oracle (L) Clipper √(M) Fortran (N) Foxpro
২৩. নন লিনিয়ার মাল্টিমিডিয়া কোনটি?
√(ক) কম্পিউটার (খ) সিনেমা (গ) ভিডিও (ঘ) টেলিভিশন
২৪. Boolean ডাটা টাইপের আকার কত?
(ক) ১ বাইট √(খ) ২ বাইট
(গ) ৩ বাইট (ঘ) ৪ বাইট
২৫. ব্যবহারকারী মাউসে ক্লিক করলে কী সংঘটিত হয়?
(ক) প্রোপার্টিজ √(খ) ইভেন্ট (গ) মেথড (ঘ) ফলাফল
২৬. ইন্টারনেট শব্দটি প্রথম ব্যবহৃত হয়?
(ক) ১৯৮০ সালে (খ) ১৯৯০ সালে
(গ) ১৯৯১ সালে √(ঘ) ১৯৯৪ সালে
২৭. একাধিক কম্পিউটারের মধ্যে যার সাহায্যে সংযোগ দেয়া হয় তাকে কী বলে?
√(ক) তার (খ) মডেম
(গ) মিডিয়া (ঘ) ল্যান
২৮. নির্বাহজনিত ত্রুটির কারণ-
√(ক) গাণিতিক ভুল (খ) যুক্তির ভুল (গ) ভাষার ভুল (ঘ) বানান ভুল
২৯. তথ্য প্রবাহের নতুন দুনিয়ার নাম কী?
(ক) LAN (খ) WAN (গ) WWW √(ঘ) G-II
৩০. মাল্টিমিডিয়ার মিডিয়া কয়টি?
(ক) ২টি √(খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি

No comments

Powered by Blogger.