এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট -০৮

সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০
[বিশেষ দ্রষ্টব্য :- [সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্তগুলো থেকে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১. পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই কিসের দাওয়া দিয়েছেন?
ক) তাওহিদের খ) গণতন্ত্রের গ) ঐকমত্যের ঘ) আকাইদের
২. সমিত আহদে একজন উচ্ছৃঙ্খল জীবনযাপনকারী। এ অবস্থা থেকে মুক্ত হয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য তার কী প্রয়োজন?
ক) ইসলাম গ্রহণ খ) আদল গ্রহণ গ) ইসলামী শিক্ষা গ্রহণ ঘ) দুনিয়াবি শিক্ষা গ্রহণ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও
তাহমিদ মহান আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মানতে অনিচ্ছুক। তিনি বলেন মানুষ অনেক কিছুর সৃষ্টিকর্তা।
৩. তাহমিদের এরূপ ধারণা ইসলামে-
i) অবিশ্বাস ii) অকৃতজ্ঞতা iii) অস্বীকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪. তাহমিদের এরূপ অবিশ্বাসের পরিণতি হচ্ছে-
ক. যন্ত্রণাদায়ক শাস্তি খ. সকলের কাছে ঘৃণিত ব্যক্তি গ. চিরশান্তি ঘ. দুনিয়ায় সম্মান লাভ
৫. আল কোরআন শব্দের অর্থ কী?
ক. পথ নির্দেশ খ. সুস্পষ্ট প্রমাণ গ. পঠিত ঘ. সদুপদেশ
৬. হাশর শব্দের অর্থ কী?
ক. মহাসমাবেশ খ. জবাবদিহির দিন গ. দাঁড়ানো ঘ. পুনরুত্থান দিবস
৭. আশ-শামসু শব্দের অর্থ কী?
ক. চন্দ্র খ. সূর্য গ. দিন ঘ. রাত
৮. তিলাওয়াত শব্দের অর্থ কী
i. পাঠ করা ii. অনুসরণ করা
iii. অনুমান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii. গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. সূরা আল-মাউন কোরআনের কততম সূরা?
ক. ১০৫তম খ. ১০৬তম গ. ১০৭তম ঘ. ১০৮তম
১০. আত্তাজিরু শব্দের অর্থ কী?
ক. বণিক খ. আনন্দ গ. আশ্চর্যজনক ঘ. বিশ্বস্ত
১১. হে মানবজাতি! তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার কর। উক্তিটি কোরআনের কোন সূরার অন্তর্গত?
ক. সূরা আল-ইমরান খ. সূরা আদ্দুহা গ. সূরা আল ইনশিরাহ ঘ. সূরা আল বাকারা
১২. কিয়াস অর্থ-
i. অনুমান করা ii. পরিমাপ করা iii. তুলনা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii. গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. তাহেরা বেগম এবার হজে গিয়ে নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এ কাজে-
ক. বান্দার হক আদায় হবে
খ. আল্লাহর হক আদায় হবে
গ. কোরআনের হক আদায় হবে
ঘ. মক্কা শরিফের হক আদায় হবে
১৪. সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পত্রিকায় লেখালেখি করা কোন ধরনের জিহাদ?
ক. স্বীয় নফসের সঙ্গে জিহাদ
খ. জ্ঞানের সাহায্যে জিহাদ
গ. প্রকাশ্যে শত্রুর বিরুদ্ধে জিহাদ
ঘ. সবচেয়ে বড় জিহাদ
১৫. সাওম পালনের মাধ্যমে বান্দার কী পরীক্ষা হয়?
ক. সততা খ. সাধুতা গ. জ্ঞান. ঘ. তাকওয়া
১৬. আরমান সাহেব একটি বিশাল গার্মেন্সের মালিক। মালিক হিসেবে শ্রমিকদের প্রতি তার কর্তব্য কী?
ক. শ্রমিকদের উচ্চ বেতনে কাজ দেয়া
খ. শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা
গ. শ্রমিকদের মজুরি নির্ধারণ করে নেয়া
ঘ. শ্রমিকদের টিফিনের ব্যবস্থা করা
১৭. পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা কী?
ক. শিক্ষকতা খ. আইন পেশা গ. ব্যবসা ঘ. কৃষিকাজ
১৮. ‘জাকাত ইসলামের সেতুবন্ধ’ হাদিসটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. বায়হাকি খ. উসুলে ফিকাহ গ. শরহে বেকায়া ঘ. কানুন ফিত্তিব্ব
১৯. মিথ্যাচারকে আরবিতে কী বলা হয়?
ক. রিবা খ. কিয্ব গ. সিদক ঘ. সাদিক
২০. ভ্রাতৃত্ববোধ মানুষকে কোনটিতে উজ্জীবিত করে?
ক. ত্যাগের মহিমায় খ. একত্রিত হতে
গ. সাহসী হতে ঘ. অহঙ্কারি হতে
২১. দেশপ্রেমের প্রকৃত বহিঃপ্রকাশ কিসে?
ক. রাজনৈতিক ক্ষমতা লাভে
খ. দেশের কল্যাণে কাজ করায়
গ. দেশের গান-গাওয়ায়
ঘ. দেশর বিভিন্ন অঞ্চলে ভ্রমণে
২২. ফিতনা শব্দের অর্থ কী-
i. বিশৃঙ্খলা ii. অরাজকতা iii. মিথ্যাচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii. গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. বুখারি শরিফে হাদিসের সংখ্যা কত?
ক. ৭২৭৫টি খ. ৭২৫৭টি
গ. ৭৭৫২টি ঘ. ৭৫৭২টি
২৪. সুদের আরবি প্রতিশব্দ কী?
ক. রিবা খ. হাসাদ গ. আহদ ঘ. রিয়া
২৫. সাধারণত ধনসম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে কী বলা হয়?
ক. কর্তব্য পরায়ণতা খ. পরিচ্ছন্নতা
গ. মিতব্যয়িতা ঘ. কৃপণতা
২৬. জাহেলি যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল?
ক. বৈশাখী খ. উকায গ. বই ঘ. বাণিজ্য
২৭. ‘আল-কানুন ফিততিব্ব’ গ্রন্থের প্রণেতা কে?
ক. আল বিরুনি খ. ইবনে সিনা
গ. আল রাযি ঘ. ইবনে রূশদ
২৮. হাসান ইবনে হাইসাম কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন?
ক. ১০৪৪ খ. ১২০১
গ. ১২২৮ ঘ. ১২৪৮
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও
মাইমুনার বাবা এবং মা দুজনই সহজ সরল জীবনযাপন করেন। কারণ তাদের উপার্জন কম। তার বাবা সবসময় জ্ঞানচর্চায় ব্যস্ত থাকেন। এ সামান্য আয় দিয়েই সংসার চলে। জ্ঞানচর্চার দ্বারা তার বাবা ইসলামের সেবা করতে চান।
২৯. হজরত আলী (রা.) চরিত্রের কোন দিকটি মাইমুনার বাবার চরিত্রে ফুটে উঠেছে?
ক. ইসলাম চর্চার খ. জ্ঞান চর্চার
গ. বীরত্ব জীবনযাপন ঘ. বিলাসী জীবনযাপন
৩০. উক্ত কাজের দিকে হজরত আলী (রা.)-এর শ্রেষ্ঠত্ব হচ্ছে-
i. দেওয়ানে আলি রচনা
ii. আরবি সাহিত্যে সেরা ব্যক্তিত্বের মর্যাদা লাভ
iii. কিতাবুল মানসুরী রচনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. খ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. ক।

No comments

Powered by Blogger.