এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান টিউটোরিয়াল -০৭

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
চতুর্দশ অধ্যায়- নবজীবনের সূচনা

১. ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
ক. এমআরআই খ. কেমোথেরাপি
গ. এনজিওগ্রাফি ঘ. আলট্রাসনোগ্রাফি
২. কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন?
ক. নিউটন খ. বেকেরেল
গ. রনজেন ঘ. আইনস্টাইন
৩. বিজ্ঞানী রনজেন কত সালে এক্স-রে আবিষ্কার করেন?
ক. ১৮৯৫ সালে খ. ১৮৯৬ সালে
গ. ১৮৯৪ সালে ঘ. ১৮৯৩ সালে
৪. আমাদের হাড়ের প্রধান উপাদান কী?
ক. সোডিয়াম খ. ক্যালসিয়াম
গ. পটাশিয়াম ঘ. অ্যালুমিনিয়াম
৫. বিজ্ঞানী রনজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক. যুক্তরাষ্ট্র খ. বেলজিয়াম
গ. জার্মানি ঘ. ইংল্যান্ড
৬. এক্স-রের সাহায্যে শনাক্ত করা যায়-
i. ফুসফুসের ক্যান্সার ii. অন্ত্রের প্রতিবন্ধকতা iii. স্থানচ্যুত হাড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. আলট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাংক কত?
ক. 2000Hy এর বেশি নয়খ. 2000Hy এর কম
গ. 20,000Hy এর বেশি
ঘ. 20,000Hy এর কম
৮. দেহের অভ্যন্তরে নরম টিস্যুর সমস্যা শনাক্ত করা হয় কোনটির সাহায্যে?
ক. আলট্রাসনোগ্রাফি খ. সিটি স্ক্যান
গ. ইসিজি ঘ. এক্স-রে
৯. আলট্রাসনোগ্রাফি করা হয়-
i. মস্তিষ্কে ii. হাড়ে iii. হৃৎপিণ্ডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. কোন সংস্থার মতে আলট্রাসাউন্ড ক্ষতিকর নয় তবে গর্ভবতী অবস্থায় ঝুঁকিপূর্ণ?
ক. WHO খ. UN
গ. WTO ঘ. UNICEF
১১. সিটি স্ক্যানে কয়টি রশ্মি ছোড়া হয়?
ক. একটি খ. দুটি
গ. একগুচ্ছ ঘ. পরপর দুটি
১২. CT Scan এর পূর্ণরূপ কী?
ক. Computer Temperature Scan
খ. Common Tomography Scan
গ. Computed Tomography Scan
ঘ. Common Temperature Scan
১৩. সিটিস্ক্যানে ডাই ব্যবহার করলে কোন ধরনের সমস্যা তৈরি হয়?
ক. ঠাণ্ডাজনিত খ. হরমোনজনিত
গ. প্রজননজনিত ঘ. এলার্জিজনিত
১৪. এমআরআই-এ কী ব্যবহার করা হয়?
ক. চৌম্বক ক্ষেত্র খ. তড়িৎ ক্ষেত্র
গ. তড়িৎ বল ঘ. আলোর প্রতিফলন
১৫. সিটিস্ক্যান-
i. তেজস্ক্রিয়তা ধারণ করে ii. টিউমার সৃষ্টি করে iii. এলার্জি তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. কোনটি টিউমার শনাক্ত করার কাজে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক. X-Ray খ. EGC
গ. Endoscopy ঘ. MRI
১৭. হৃৎপিণ্ডের বর্তমান ও পূর্বের যে কোনো সমস্যা নির্ণয় করা হয় কীসের মাধ্যমে?
ক. এমআরআই খ. ইসিজি
গ. অ্যান্ড্রোস্কোপি ঘ. সিটিস্ক্যান
১৮. ইসিজি মেশিন কী প্রদর্শন করে?
ক. হাড়ের ছবি খ. হৃৎপিণ্ডের ছবি
গ. একটি লেখচিত্র ঘ. ফুসফুসের ছবি
১৯. কোন পরীক্ষাটি তরঙ্গের মাধ্যমে করা হয়?
ক. MRI খ. EGC
গ. X-Ray ঘ. Ultrasonography
২০. নিচের কোন পরীক্ষাটি করার সময় রোগীর বুকের ওপর দুটি ধাতব দণ্ড সেট করা হয়?
ক. ইসিজি খ. এক্স-রে
গ. সিটিস্ক্যান ঘ. অ্যান্ডোস্কোপি
২১. অস্ত্রোপচার না করে শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গ দেখার কৌশল কোনটি-
ক. অ্যান্ডোস্কোপি খ. সিটিস্ক্যান
গ. এমআরআই ঘ. ইসিজি
২২. ইলেকট্রোকার্ডিওগ্রাম-
i. সহজ, ব্যথাহীন পরীক্ষা ii. হৃৎপিণ্ড পরীক্ষায় ব্যবহৃত হয় iii. ক্ষত নির্ণয় করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. অ্যান্ডোস্কোপে কী ব্যবহার করা হয়?
ক. টেলিস্কোপ খ. মাইক্রোস্কোপ
গ. আতশী কাচ ঘ. অপটিক্যাল ফাইবার
২৪. ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল কোনটি?
ক. ইসিজি খ. রেডিওথেরাপি
গ. সিটিস্ক্যান ঘ. এমআরআই

No comments

Powered by Blogger.