এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা মডেল টেস্ট -০৭
সময় : ২৫ মিনিট পূর্ণমান-২৫
২য় অধ্যায় : কৃষি উপকরণ
২য় অধ্যায় : কৃষি উপকরণ
ক) প্রায় ৪০ লাখ হেক্টর খ) প্রায় ৪৭ লাখ হেক্টর গ) প্রায় ৫০ লাখ হেক্টর ঘ) প্রায় ৫৪ লাখ হেক্টর
২। বাংলাদেশে স্বাদুপানির মাছের মধ্যে চরম বিপন্ন প্রজাতির সংখ্যা কয়টি?
ক) ১২টি খ) ১৪টি গ) ২৮টি ঘ) ৩৪টি
৩। বাংলাদেশে মোট কত প্রজাতির স্বাদুপানির মাছ রয়েছে?
ক) ২০০ খ) ২৪০ গ) ২৬০ ঘ) ২৮০
৪। মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রবর্তিত হয়?
ক) ১৯২০ খ) ১৯৪০ গ) ১৯৫০ ঘ) ১৯৬০
৫। ইলিশের ক্ষেত্রে জাটকার পরিমাপ ধরা হয়-
i. ২৩ সে.মি.-এর কম ii. ২৩ সে.মি.-এর বেশি iii. ৯ ইঞ্চির কম
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৬। ছাদের ডিজাইনের ওপর ভিত্তি করে কয় ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৭। মাংস উৎপাদনকারী মুরগি পালন করা হয় যে খামারে তাহল-
ক) লেয়ার ঘর খ) গ্রোয়ার ঘর গ) ব্রয়লার ঘর ঘ) হ্যাচারি ঘর
৮। আমিষ জাতীয় খাদ্যের উপকরণ হতে পারে কোনটি?
i. শাকসবজি ii. শুঁটকি মাছের গুঁড়া iii. সরিষার খৈল
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৯। যে খাদ্যে কম পরিমাণে আঁশ ও বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়, তাকে কী ধরনের খাদ্য বলা হয়?
ক) শর্করা খ) সাইলেজ গ) দানাদার ঘ) রাফেজ
১০। কোনটি লিগিউম জাতীয় ঘাস?
ক) আলফা-আলফা খ) পারা গ) নেপিয়ার ঘ) ভুট্টা
১১। সবুজ ঘাসে সাধারণত কত ভাগ আর্দ্রতা থাকে?
ক) ৮৫-৯০ ভাগ খ) ৭৫-৮০ ভাগ গ) ৬০-৭০ ভাগ ঘ) ৫৫-৭০ ভাগ
১২। কোনটি উৎকৃষ্ট রাফেজ জাতীয় খাদ্য?
i. ফেদারমিল ii. সাইলেজ iii. হে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১৩। প্রচলিতভাবে গবাদিপশুর খাদ্যকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
১৪। কোনটি দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নতমানের হয়?
ক) গম খ) পারা গ) নেপিয়ার ঘ) ভুট্টা
১৫। ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে কতটুকু উঁচুতে কাটা হয়?
ক) ৩-৫ সে.মি. খ) ৫-৭ সে.মি. গ) ১০-১২ সে.মি. ঘ) ১৬-১৮ সে.মি.
১৬। কোন দানাদার খাদ্যটি উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত?
i. ফেদার মিল ii. কুঁড়া iii. সরগাম
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১৭। ভুট্টার সাইলেজ বিশেষ করে কোন ধরনের গবাদিপশুর জন্য অত্যন্ত উপকারী?
ক) ষাঁড় খ) বাছুর গ) মহিষ ঘ) দুধাল গাভী
১৮। কোনটি উৎকৃষ্ট রাফেজ জাতীয় খাদ্য?
i. ফেদারমিল ii. সাইলেজ iii. হে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১৯। মৎস্য সংরক্ষণ আইন প্রথমবার ভঙ্গকারীর সাজা কত মাস?
ক) ১-৬ মাস খ) ২-৮ মাস গ) ৩-৯ মাস ঘ) ৬-১২ মাস
২০। ডিম উৎপাদনকারী হাঁস-মুরগিকে কত সপ্তাহ পর্যন্ত পালন করা হয়?
ক) ২০-৪০ সপ্তাহ খ) ২১-৫২ সপ্তাহ গ) ২১-৭২ সপ্তাহ ঘ) ২৫-৭৫ সপ্তাহ
২১। গ্যাবলটাইপ ঘরকে আমরা কোন ঘর হিসেবে চিনে থাকি?
ক) চৌচালা ঘর খ) একচালা ঘর গ) সাধারণ ঘর ঘ) দোচালা ঘর।
২২। কোনটি প্রাণিজ উৎস?
ক) সরগাম খ) খুদ গ) ব্লাড মিল ঘ) বার্লি
২৩। কোন ধরনের ব্রয়লার মুরগির রেশন ৫-৬ সপ্তাহ পর্যন্ত হয়?
ক) ব্রয়লার ফিনিশার খ) লেয়ার ফিনিশার গ) ব্রয়লার স্টার্টার ঘ) ব্রয়লার গ্রোয়ার
২৪। হাঁসের বাচ্চার প্রারম্ভিক রেশন কত?
ক) ০-২ সপ্তাহ খ) ০-৪ সপ্তাহ গ) ৫-১০ সপ্তাহ ঘ) ৬-১২ সপ্তাহ
২৫। কোন ধরনের ব্রয়লার মুরগির রেশন ৫-৬ সপ্তাহ পর্যন্ত হয়?
ক) ব্রয়লার ফিনিশার খ) লেয়ার ফিনিশার গ) ব্রয়লার স্টার্টার ঘ) ব্রয়লার গ্রোয়ার
উত্তর : ১খ, ২ক, ৩গ, ৪গ, ৫খ, ৬গ, ৭গ, ৮গ, ৯গ, ১০ক, ১১খ, ১২গ, ১৩ক, ১৪ঘ, ১৫গ, ১৬গ, ১৭ঘ, ১৮গ, ১৯ক, ২০গ, ২১ঘ, ২২গ, ২৩ক, ২৪খ, ২৫ক
No comments