এসএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট -০৩

বাংলাদেশের শিল্প

১. সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি?
ক. চুন খ. বালি গ. পাথর ঘ. এঁটেল মাটি
২. কোন স্থানের সিমেন্ট খুব মানসম্পন্ন?
ক. মুন্সীগঞ্জ খ. নারায়ণগঞ্জ গ. ছাতক ঘ. সুনামগঞ্জ
৩. চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কোন শিল্পের অন্তর্গত?
ক. সেবা শিল্প খ. হস্তান্তর শিল্প
গ. উৎপাদন শিল্প ঘ. মাঝারি
৪. অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা কার প্রধান উদ্দেশ্য?
ক. সমাজের খ. সরকারের
গ. শিল্পের ঘ. ব্যাংকের
৫. কোন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ ব্যবহৃত পণ্যে পরিণত করা হয়?
ক. সার খ. হর্টিকালচার গ. নির্মাণ ঘ. ফুল চাষ
৬. শিল্পের সাফল্য কিসের ওপর নির্ভর করে?
ক. আধুনিক প্রযুক্তির খ. দক্ষ শ্রমশক্তির
গ. মূলধনের ঘ. বিশেষজ্ঞের
৭. মৌসি এইচএসসি পাসের পর বাবার কাছ থেকে কিছু পুঁজি নিয়ে বাড়িতে দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী। মৌসির এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
ক. উৎপাদন খ. সেবা গ. কুটির ঘ. মাঝারি
৮. সেবা শিল্পে ব্যবহার করা হয়-
i. যন্ত্রপাতি ii. স্থায়ী সম্পদ iii. মেধাসম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাহুল বিএ পাস করে পরিবহন ব্যবসা শুরু করে। তার পরিবহনগুলো পটুয়াখালী থেকে বরিশাল, বরিশাল থেকে পটুয়াখালী যাতায়াত করে। তার অধীনস্থ কর্মীদের ব্যবহার ও সময়ানুবর্তিতার কারণে অতি অল্প সময়ে পরিবহনের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। আর্থিক দিক দিয়েও সে সমাজের একজন।
৯. জনাব রাহুলের ব্যবসাটি কোন শিল্পের অন্তর্গত?
ক. সেবা খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. বৃহৎ
১০. জনাব রাহুলের কর্মসংস্থানের জন্য যে বিষয়টি কাজ করছে তা হল-
i. স্বনির্ভর হওয়ার ইচ্ছা ii. সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত করা iii. নিজ মেধা ও যোগ্যতার ওপর আÍবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. কোন শিল্পের ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান অপরিহার্য হয়ে পড়েছে?
ক. কুটির খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. বৃহৎ
১২. হোসিয়ারি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. কুটির খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. বৃহৎ
১৩. গোলাপজল তৈরি কোন শিল্পের অন্তর্গত?
ক. কুটির খ. তাঁত গ. নির্মাণ ঘ. মাঝারি
১৪. বস্ত্র শিল্প কোন ধরনের শিল্প?
ক. উৎপাদনমুখী খ. সেবা গ. কুটির ঘ. প্রত্যক্ষ সেবা
১৫. কুটিরশিল্প বলতে বোঝায়-
র. স্থায়ী সম্পদের ব্যয় ৫ লাখ টাকার বেশি
ii. পরিবারের প্রাধান্য iii. সর্বোচ্চ ১০ জন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. জনাব নুরুল আমিন সেলিমের টুপি তৈরির কারখানায় ৩০ জন শ্রমিক কাজ করে। নুরুল আমিন সেলিমের শিল্পটি কোন ধরনের?
ক. সেবা খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. কুটির
১৭. কোন উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ২৫ থেকে ৯৯ জন?
ক. সেবা খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. কুটির
১৮. স্কুল ব্যাগ, শিকা, কার্পেট কোন শিল্পের মধ্যে পড়ে?
ক. কুটির খ. তাঁত গ. নির্মাণ ঘ. পাটজাত
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
হাফসা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্র এলাকা থেকে সংগৃহীত ঝিনুক দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করেন।
১৯. হাফসা বেগমের শিল্পটি কোন ধরনের?
ক. বৃহৎ খ. মাঝারি গ. কুটির ঘ. ক্ষুদ্র
২০. জাতীয় অর্থনীতিতে হাফসা বেগমের অবদান হল-
i. স্থানীয় সম্পদের সদ্ব্যবহার ii. উদ্যোক্তার প্রতিভা লালন iii. কর্মসংস্থান সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. কোন শিল্পের মাধ্যমে গ্রামের মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হয়?
ক. বৃহৎ খ. কুটির গ. সার ঘ. চা
২২. ক্ষুদ্র ও কুটিরশিল্পের সাধারণত অর্থের যোগানদাতা কে?
ক. ব্যাংক খ. সরকার
গ. উদ্যোক্তা ঘ. ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা
২৩. স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে-
i. কুটিরশিল্প ii. ক্ষুদ্রশিল্প iii. মাঝারি শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. মি. রাসেলের পটুয়াখালীর চৌরাস্তার পাশে ওয়েল্ডিং ওয়ার্কশপ, অটোরিকশা, বাস ও ট্রাক মেরামতের কারখানা আছে। রাসেলের কারখানাটি কোন ধরনের শিল্প?
ক. ক্ষুদ্র খ. মাঝারি
গ. বৃহৎ ঘ. ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল
২৫. মোট জাতীয় উৎপাদনে ২০১০-২০১১ আর্থিক বছরে ক্ষুদ্র ও কুটিরশিল্পের অবদান কত?
ক. ৫.১৪% খ. ৫.১৮% গ. ৫.২৬% ঘ. ৫.২২%
২৬. ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা গঠন করেছেন কে?
ক. সরকার খ. উদ্যোক্তা
গ. ব্যবসায়ী ঘ. শিল্পমন্ত্রী
২৭. ক্ষুদ্র ও কুটিরশিল্প কোন ধরনের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. উচ্চ আয়ের দেশ খ. উন্নত দেশের
গ. শিল্পোন্নত দেশের ঘ. উন্নয়নশীল দেশের
২৮. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক. অর্থ খ. দক্ষতা গ. আয় ঘ. বিনিয়োগ
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
ইয়াসিনের ঢাকায় একটি ওষুধ ফ্যাক্টরি আছে। সেখানে পাঁচ শতাধিক শ্রমিক নিয়োজিত আছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে।
২৯. ইয়াসিনের ফ্যাক্টরিটি কোন ধরনের শিল্প?
ক. ক্ষুদ্র খ. বৃহৎ গ. মাঝারি ঘ. নির্মাণ
৩০. ইয়াসিনের ফ্যাক্টরিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে-
র. দেশের মোট জাতীয় সম্পদ বৃদ্ধি করছে ii. নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে iii. আন্তর্জাতিক বাজারে তৈরি পণ্যের চাহিদা পূরণ করছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও ii খ. র ও iii গ. ii ও iii ঘ. র, ii ও iii
উত্তর : ১। গ ২। গ ৩। গ ৪। গ ৫। ক ৬। খ ৭। খ ৮। ঘ ৯। ক ১০। ঘ ১১। ক ১২। ক ১৩। ক ১৪। ক ১৫। ঘ ১৬। খ ১৭। খ ১৮। ঘ ১৯। গ ২০। ঘ ২১। খ ২২। গ ২৩। ঘ ২৪। ঘ ২৫। ঘ ২৬। ক ২৭। ঘ ২৮। ঘ ২৯। খ ৩০। ক।

No comments

Powered by Blogger.