এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল-০৪
বৃষ্টি - ফররুখ আহমদ
ক. ১৯১৯ √খ. ১৯১৮
গ. ১৯৮১ ঘ. ১৯৪৮
২. কবি ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন?
ক. প্রতিবেদক খ. পরিচালক
√গ. স্টাফ রাইটার ঘ. স্টাফ রিপোর্টার
৩. মাগুরা জেলার কোন গ্রামে ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন?
ক. শ্রীপুর √খ. মাঝআইল
গ. আলোকদিয়া ঘ. পারুলিয়া
ক. কলকাতা হিন্দু কলেজ খ. কারমাইকেল কলেজ
√গ. কলকাতা রিপন কলেজ
ঘ. ঢাকা কলেজ
৫. ফররুখ আহমদের পিতার নাম কী?
ক. সৈয়দ হাতেম আলী
√খ. সৈয়দ সাবের হাতেম আলী খান
গ. খান মোহাম্মদ সৈয়দ হাতেম আলী
ঘ. খান সাব্বির সৈয়দ হাতিম আলী
৬. ‘বৃষ্টি’ কবিতায় কোন দুটি নদীর নাম রয়েছে-
ক. পদ্মা-যমুনা খ. পঙ্গা-যমুনা
গ. পদ্মা-সুরমা √ঘ. পদ্মা-মেঘনা
৭. কত সালে ফররুখ আহমদ পরলোকগমন করেন?
ক. ১৯৪৭ √খ. ১৯৭৪
গ. ১৯৭৪ ঘ. ১৯৭২
৮. আসমান কোন ধরনের শব্দের অন্তর্ভুক্ত?
ক. তদ্ভব খ. তৎসম
গ. দেশি √ঘ. বিদেশি
৯. ফররুখ আহমদ যে বিষয়ে অনার্স পড়েছেন?
√ক. বাংলা-ইংরেজি
খ. সমাজবিজ্ঞান-ইংরেজি
গ. দর্শন-ইংরেজি ঘ. সংস্কৃত-পালি
১০. ‘সওয়ার’ শব্দের আভিধানিক অর্থ-
ক. চালক √খ. আরোহী
গ. অবরোহ ঘ. চলাচল
১১. ‘সিরাজাম মুনীরা’ গ্রন্থ কার রচনা?
ক. গোলাম মোস্তফা √খ. ফররুখ আহমদ
গ. এস ওয়াজেদ আলি ঘ. কাজী নজরুল ইসলাম
১২. বৃষ্টি কবিতায় ধানক্ষেতের রূপ কেমন?
ক. সবুজ ধানক্ষেত খ. পাকা ধানক্ষেত
গ. কাঁচা ধানক্ষেত
√ঘ. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত
১৩. ‘বৃষ্টি’ কবিতায় পদ্মা-মেঘনার দু’পাশে কী ধরনের গ্রাম রয়েছে?
√ক. আবাদি গ্রাম খ. অনাবাদি গ্রাম
গ. ফসলি গ্রাম ঘ. জনশূন্য গ্রাম
১৪. কবি র্ফরুখ আহমদ কত থেকে কত সাল পর্যন্ত ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন?
ক. ১৯৪৭-১৯৭৪ খ. ১৯৭২-১৯৭৪
গ. ১৯৩৭-১৯৭২ √ঘ. ১৯৪৭-১৯৭২
১৫. ফররুখ আহমদের কবিতাগুলোতে কোন ভাষার শব্দের প্রাধান্য পাওয়া যায়?
ক. হিন্দি-ইংরেজি √খ. আরবি-ফারসি
গ. তামিল-উর্দু ঘ. জার্মান-ইতালীয়
১৬. রুক্ষ মাটির প্রাণ কীভাবে জুড়ায়?
ক. পানিতে খ. সেচের মাধ্যমে
√গ. বৃষ্টিতে ঘ. মেঘে
১৭. বিদ্যুৎ চমকানোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. সুন্দরী মেয়ের খ. ফুলের
গ. বাঘের √ঙ্কারের √ঘ. সুন্দরী পরির
১৮. ‘বৃষ্টি’ কবিতার ভাব প্রকাশের প্রধান বাহন কী?
ক. প্রকৃতি খ. বর্ষণমুখর দিন
√গ. প্রতীক্ষিত বৃষ্টি ঘ. প্রকৃতির উপকরণ
১৯. কিসের মাধ্যমে বন্যা আসে?
ক. বৃষ্টিতে খ. নদীর
√গ. জোয়ারে ঘ. মেঘের গর্জনে
২০. ফররুখ আহমদ কোন ধরনের কবি?
ক. গীতিকবি খ. ঐতিহ্যের কবি
গ. বিদ্রোহী কবি
√ঘ. মুসলিম জাগরণের কবি
২১. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ কার স্পর্শ পেতে চায়?
ক. মেঘের খ. বিদ্যুৎ-রূপসীর √গ. বৃষ্টির ঘ. ছায়ার
২২. রুগ্ন বৃদ্ধ ভিভারীর রগ-ওঠা হাতের সঙ্গে কোনটির তুলনা করা হয়েছে?
ক. ধানক্ষেতকে √খ. রুক্ষ মাঠ-ঘাটকে
গ. বিদগ্ধ আকাশকে
ঘ. পদ্মা-মেঘনার দু’পাশের গ্রামকে
২৩. বৃষ্টির দিনে প্রিয়জনের কথা মনে পড়ে, কারণ-
ক. বৃষ্টির দিন পরিবেশ থমথমে থাকে বলে।
খ. বৃষ্টির দিন পরিবেশ নির্জন থাকে বলে
√গ. বৃষ্টির দিনে নির্জন পরিবেশে একাকিত্বের
ঘ. বৃষ্টির দিন কোথাও বের হওয়া যায় না
২৪. ‘বৃষ্টি’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
ক. জীবন ও প্রকৃতি খ. রূপ সৌন্দর্য
গ. বৃষ্টির জয়গান √ঘ. বর্ষার প্রকৃতি
২৫. ‘তৃষ্ণাতপ্ত’ শব্দের আভিধানিক অর্থ-
i. পিপাসা ii. পিপাসায় কাতর iii. বৃষ্টির জন্য প্রতীক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii √গ) ii ঘ) i ও iii
২৬. বৃষ্টির দিন আমাদের মনে পড়ে-
i. সুখময় অতীত ii. ভবিষ্যতের কথা iii. পুরনো স্মৃতি
নিচের কোনটি সঠিক?
ক) ii √খ) i ও iii গ) iii ঘ) i ও ii
২৭. বর্ষার প্রাণ কী?
i. পানি ii নদী iii বৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii √গ) i ও iii ঘ) iii
২৮. কবি র্ফরুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
i. সিরাজাম মুনীরা ii. হাতেমতায়ী
iii. সাত সাগরের মাঝি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii √গ) iii ঘ) i, ii ও iii
২৯. ফররুখ আহমদের কাব্যিক বৈশিষ্ট্য-
i. দার্শনিক ভাব ii. ধর্মনিরপেক্ষতা
iii. ইসলামের পুনর্জাগরণ
নিচের কোনটি সঠিক?
ক) ii √খ) iii গ) i ও ii ঘ) i ও iii
৩০. ‘বৃষ্টি’ কবিতার নামকরণের সার্থকতায় কোনটি গ্রহণযোগ্য?
i. বৃষ্টির দিনে প্রকৃতিতে স্নিগ্ধ কোমল প্রাণস্পন্দন আসে ii. বৃষ্টির দিনে বর্ষার বর্ণনায়
iii. বৃষ্টির দিনে জলধারার বর্ণনা
নিচের কোনটি সঠিক?
√ক) র খ) ii গ) র ও iii ঘ) ii ও iii
No comments