এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি বাংলা প্রথমপত্র টিউটোরিয়াল-০৪

বৃষ্টি - ফররুখ আহমদ

১. কবি ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন কত সালে?
ক. ১৯১৯ খ. ১৯১৮
গ. ১৯৮১ ঘ. ১৯৪৮
২. কবি ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন?
ক. প্রতিবেদক খ. পরিচালক
গ. স্টাফ রাইটার ঘ. স্টাফ রিপোর্টার
৩. মাগুরা জেলার কোন গ্রামে ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন?
ক. শ্রীপুর খ. মাঝআইল
গ. আলোকদিয়া ঘ. পারুলিয়া
৪. কবি ফররুখ আহমদ আইএ পাস করেছেন কোন কলেজ থেকে?
ক. কলকাতা হিন্দু কলেজ খ. কারমাইকেল কলেজ
গ. কলকাতা রিপন কলেজ
ঘ. ঢাকা কলেজ
৫. ফররুখ আহমদের পিতার নাম কী?
ক. সৈয়দ হাতেম আলী
খ. সৈয়দ সাবের হাতেম আলী খান
গ. খান মোহাম্মদ সৈয়দ হাতেম আলী
ঘ. খান সাব্বির সৈয়দ হাতিম আলী
৬. বৃষ্টি কবিতায় কোন দুটি নদীর নাম রয়েছে-
ক. পদ্মা-যমুনা খ. পঙ্গা-যমুনা
গ. পদ্মা-সুরমা ঘ. পদ্মা-মেঘনা
৭. কত সালে ফররুখ আহমদ পরলোকগমন করেন?
ক. ১৯৪৭ খ. ১৯৭৪
গ. ১৯৭৪ ঘ. ১৯৭২
৮. আসমান কোন ধরনের শব্দের অন্তর্ভুক্ত?
ক. তদ্ভব খ. তৎসম
গ. দেশি ঘ. বিদেশি
৯. ফররুখ আহমদ যে বিষয়ে অনার্স পড়েছেন?
ক. বাংলা-ইংরেজি
খ. সমাজবিজ্ঞান-ইংরেজি
গ. দর্শন-ইংরেজি ঘ. সংস্কৃত-পালি
১০. সওয়ার শব্দের আভিধানিক অর্থ-
ক. চালক খ. আরোহী
গ. অবরোহ ঘ. চলাচল
১১. সিরাজাম মুনীরা গ্রন্থ কার রচনা?
ক. গোলাম মোস্তফা খ. ফররুখ আহমদ
গ. এস ওয়াজেদ আলি ঘ. কাজী নজরুল ইসলাম
১২. বৃষ্টি কবিতায় ধানক্ষেতের রূপ কেমন?
ক. সবুজ ধানক্ষেত খ. পাকা ধানক্ষেত
গ. কাঁচা ধানক্ষেত
ঘ. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত
১৩. বৃষ্টি কবিতায় পদ্মা-মেঘনার দুপাশে কী ধরনের গ্রাম রয়েছে?
ক. আবাদি গ্রাম খ. অনাবাদি গ্রাম
গ. ফসলি গ্রাম ঘ. জনশূন্য গ্রাম
১৪. কবি র্ফরুখ আহমদ কত থেকে কত সাল পর্যন্ত ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন?
ক. ১৯৪৭-১৯৭৪ খ. ১৯৭২-১৯৭৪
গ. ১৯৩৭-১৯৭২ ঘ. ১৯৪৭-১৯৭২
১৫. ফররুখ আহমদের কবিতাগুলোতে কোন ভাষার শব্দের প্রাধান্য পাওয়া যায়?
ক. হিন্দি-ইংরেজি খ. আরবি-ফারসি
গ. তামিল-উর্দু ঘ. জার্মান-ইতালীয়
১৬. রুক্ষ মাটির প্রাণ কীভাবে জুড়ায়?
ক. পানিতে খ. সেচের মাধ্যমে
গ. বৃষ্টিতে ঘ. মেঘে
১৭. বিদ্যুৎ চমকানোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. সুন্দরী মেয়ের খ. ফুলের
গ. বাঘের ঙ্কারের ঘ. সুন্দরী পরির
১৮. বৃষ্টি কবিতার ভাব প্রকাশের প্রধান বাহন কী?
ক. প্রকৃতি খ. বর্ষণমুখর দিন
গ. প্রতীক্ষিত বৃষ্টি ঘ. প্রকৃতির উপকরণ
১৯. কিসের মাধ্যমে বন্যা আসে?
ক. বৃষ্টিতে খ. নদীর
গ. জোয়ারে ঘ. মেঘের গর্জনে
২০. ফররুখ আহমদ কোন ধরনের কবি?
ক. গীতিকবি খ. ঐতিহ্যের কবি
গ. বিদ্রোহী কবি
ঘ. মুসলিম জাগরণের কবি
২১. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ কার স্পর্শ পেতে চায়?
ক. মেঘের খ. বিদ্যুৎ-রূপসীর গ. বৃষ্টির ঘ. ছায়ার
২২. রুগ্ন বৃদ্ধ ভিভারীর রগ-ওঠা হাতের সঙ্গে কোনটির তুলনা করা হয়েছে?
ক. ধানক্ষেতকে খ. রুক্ষ মাঠ-ঘাটকে
গ. বিদগ্ধ আকাশকে
ঘ. পদ্মা-মেঘনার দুপাশের গ্রামকে
২৩. বৃষ্টির দিনে প্রিয়জনের কথা মনে পড়ে, কারণ-
ক. বৃষ্টির দিন পরিবেশ থমথমে থাকে বলে।
খ. বৃষ্টির দিন পরিবেশ নির্জন থাকে বলে
গ. বৃষ্টির দিনে নির্জন পরিবেশে একাকিত্বের
ঘ. বৃষ্টির দিন কোথাও বের হওয়া যায় না
২৪. বৃষ্টি কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
ক. জীবন ও প্রকৃতি খ. রূপ সৌন্দর্য
গ. বৃষ্টির জয়গান ঘ. বর্ষার প্রকৃতি
২৫. তৃষ্ণাতপ্ত শব্দের আভিধানিক অর্থ-
i. পিপাসা ii. পিপাসায় কাতর iii. বৃষ্টির জন্য প্রতীক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ঘ) i ও iii
২৬. বৃষ্টির দিন আমাদের মনে পড়ে-
i. সুখময় অতীত ii. ভবিষ্যতের কথা iii. পুরনো স্মৃতি
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) i ও iii গ) iii ঘ) i ও ii
২৭. বর্ষার প্রাণ কী?
i. পানি ii নদী iii বৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii গ) i ও iii ঘ) iii
২৮. কবি র্ফরুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
i. সিরাজাম মুনীরা ii. হাতেমতায়ী
iii. সাত সাগরের মাঝি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২৯. ফররুখ আহমদের কাব্যিক বৈশিষ্ট্য-
i. দার্শনিক ভাব ii. ধর্মনিরপেক্ষতা
iii. ইসলামের পুনর্জাগরণ
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii গ) i ও ii ঘ) i ও iii
৩০. বৃষ্টি কবিতার নামকরণের সার্থকতায় কোনটি গ্রহণযোগ্য?
i. বৃষ্টির দিনে প্রকৃতিতে স্নিগ্ধ কোমল প্রাণস্পন্দন আসে ii. বৃষ্টির দিনে বর্ষার বর্ণনায়
iii. বৃষ্টির দিনে জলধারার বর্ণনা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) ii গ) র ও iii ঘ) ii ও iii

No comments

Powered by Blogger.