এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান মডেল টেস্ট -০৪


১. কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?
ক. আয়োডিনযুক্ত খ. চর্বিযুক্ত
গ. প্রোটিন যুক্ত ঘ. ভিটামিন ডি সমৃদ্ধ
২. কোনটি খাদ্যের সহায়ক উপাদান?
ক. স্নেহ খ. পানি
গ. আমিষ ঘ. শর্করা
৩. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ লি. পানিতে কতটুকু অক্সিজেন থাকা প্রয়োজন?
ক. ২০ মিলি গ্রাম খ. ১৫ মিলি গ্রাম
গ. ১০ মিলি গ্রাম ঘ. ৫ মিলি গ্রাম
৪. রামসার কোথায় অবস্থিত?
ক. ইরাক খ. রাশিয়া
গ. ইরান ঘ. ভারত
৫. অ্যানিমিয়া হল-
i. লোহিত কনিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়
ii. হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়
iii. অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ও ii ঘ. i , ii ও iii
৬. নিউকোমিয়া কী?
ক. রক্তস্বল্পতা খ. ব্লাড ক্যান্সার
গ. দুর্বলতা ঘ. দৃষ্টিহীন
৭. হাতের কব্জিতে হৃদস্পন্দন অনুভব করাকে কী বলে?
ক. হার্ট সাউন্ড খ. হার্টবিট
গ. পালস ঘ. হৃদস্পন্দন
৮. রক্ত সংবহন তন্ত্রের অংশগুল-
i. সিকাম ii. হৃৎপিণ্ড iii. রক্ত বাহিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. জৈব বিবর্তনের জনক কে?
ক. মেন্ডেল খ. এরিস্টটল
গ. ডারউইন ঘ. ল্যামার্ক
১০. প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় নিচের কোন সালে?
ক. ১৯৭৯ সালে খ. ১৯৭৮ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৫৯ সালে
১১. গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১২. চোখের ত্রুটি মোট কত প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার
১৩. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে-
i. মিষ্টি আলু
ii. গরুর মাংস
iii. গাজর
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. ভিনাইল ফ্লোরাইড নামক মনোয়ার থেকে তৈরি-
ক. পলিথিন খ. পিভিসি পাইপ
গ. বৈদ্যুতিক সুইচ ঘ. মেলামাইন
১৫. ইরেজার কী ধরনের তন্তু?
ক. রাবার খ. প্লাস্টিক
গ. কাঠ ঘ. লোহা
১৬. থার্মোপ্লাস্টিক হল-
i. PVC ii. Melamine iii. Polyester
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. আমাদের ধমনির রক্তের PH কত?
ক. ৫.৫ খ. ৬.০
গ. ৭.৪ ঘ. ৯.৫
১৮. হিস্টামিনকে অকার্যকর করে কোনটি?
ক. সুপার বেইজ খ. ভিনাইল এসিটেট
গ. এন্ড্রিনালীন ঘ. ভিনেগার
১৯. সাবানের সংকেত কী?
ক. C17H35CooNa খ. C17H35Cook
গ. Na2Co3 ঘ. Cu2So4.5H2o
২০. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কী নামে পরিচিত?
ক. অ্যারোমেটিক যৌগ খ. ব্যাকটেরিয়া
গ. হিউমাস ঘ. জৈব এসিড
২১. নিচের কোনটি জিপসামের সংকেত?
ক. Fe3S4 খ. Cuso4, 5H2o
গ. ZnSo4, 2H2o ঘ. Caso4, 2H2o
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
মাটিতে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ বিদ্যমান যেমন- Ag, Si, cu, Ch4 । এ ছাড়া টপ সয়েল ও কালচে রঙের জৈব পদার্থ বিদ্যমান।
২২. কালচে পদার্থ কী?
ক. কয়লা খ. হিউমাস
গ. পেট্রোলিয়াম ঘ. গ্রাফাইট
২৩. উদ্দীপকে উল্লিখিত-
i. তিনটি জৈব খনিজ পদার্থ বিদ্যমান
ii. জৈব খনিজ পদার্থটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
iii. অম খনিজ পদার্থটি মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. টর্নেডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. স্প্যানিশ খ. গ্রিক
গ. জাপানি ঘ. বাংলা
২৫. কত সালে সর্ব প্রথম AIDS চিহ্নিত হয়?
ক. ১৯৮০ সালে খ. ১৯৮১ সালে
গ. ১৯৮২ সালে ঘ. ১৯৮৩ সালে
২৬. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. HNO3 খ. CH4
গ. PH4 ঘ. CO2
২৭. কোনটি ভেক্টর রাশি?
ক. বল খ. আয়তন
গ. ভর ঘ. দৈর্ঘ্য
২৮. সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগের পরিবর্তনকে কী বলে?
ক. গতি খ. ত্বরণ
গ. বেগ ঘ. ভরবেগ
২৯. ক্রোমোসোমের প্রধান উপাদান কোনটি?
ক. RNA খ. নিউক্লিয়াস
গ. DNA ঘ. নিউক্লিক এসিড
৩০. নিউ ক্লিওটাইডে থাকে-
i. ফসফেট ii. নাইট্রোজেন বেস iii. শর্করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. i, ii ও iii ঘ. ii ও iii
উত্তর : ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১ ঘ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. গ।

No comments

Powered by Blogger.