এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট -০৬

অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

১. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক) বিনিময় ব্যবস্থাপনা খ) তহবিল ব্যবস্থাপনা
গ) মূলধন ব্যবস্থাপনা ঘ) মুনাফা ব্যবস্থাপনা
২. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সঙ্গে জড়িত?
ক) অব্যবসায়ী প্রতিষ্ঠানের খ) পারিবারিক
গ) সরকারি ঘ) আন্তর্জাতিক অর্থায়ন
৩. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া আবশ্যক?
ক) তহবিল বণ্টন ব্যয় খ) সম্পদ ব্যয়
গ) প্রাথমিক খরচ ঘ) তহবিল উৎসের খরচ
৪. অর্থায়নের আয়ের সঙ্গে কোনটির সঙ্গতি থাকা বাঞ্ছনীয়?
ক) প্রয়োজনীয় মূলধনের খ) সংগৃহীত ঋণের
গ) ব্যয়ের সঠিক সময়ের
খ) যথার্থ পরিকল্পনার
৫. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
ক) মুনাফা অর্জন খ) ব্যবসায় সম্প্রসারণ গ) সমাজকল্যাণ ঘ) স্থায়ী সম্পত্তি ক্রয়
৬. ছোট ব্যবসায় প্রতিষ্ঠান কোন উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারে না?
ক) মহাজনি ঋণ খ) বন্ড বিক্রয়
গ) ব্যাংক ঋণ ঘ) আত্মীয়স্বজন
৭. ঢাকা ব্যাংক আমানতকারীদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে মেয়াদি আমানত সৃষ্টি করে।
এ ক্ষেত্রে আমানতকারীকে ঢাকা ব্যাংক কোনটি প্রদান করে?
ক) শেয়ার খ) বন্ড
গ) ডিবেঞ্চার ঘ) সুদ
৮. মূলধন খাটানোর উৎস হল-
i. শেয়ার ii. বন্ড iii. ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও।
সিলভা লি. ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে।
প্রতিটি শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির মানুষ শেয়ার ক্রয় করতে পারে।
৯. সিলভা লি. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক) সমবায় সংগঠন খ) অংশীদারি সংগঠন গ) পাবলিক কোম্পানি ঘ) প্রাইভেট কোম্পানি
১০. সিলভা লি. কোম্পানির শেয়াহোল্ডাপত্র কোনটি পেতে পারে?
ক) সুদ খ) কমিশন
গ) বোনাস ঘ) লভ্যাংশ
১১. তারল্য ঘাটতি হওয়ার কারণ কী?
ক) বেশি বিনিয়োগ খ) কম বিনিয়োগ গ) বেশি উৎপাদন ঘ) কম উৎপাদন
১২. কোনটিকে কেন্দ্র করে ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে?
ক) শ্রম আইন খ) কারখানার পরিবেশ খ) উৎপাদন পরিকল্পনা ঘ) অনিশ্চিত ভবিষ্যৎ
১৩. ব্যবসায় প্রতিষ্ঠান কীসের মাধ্যমে অর্থ উপার্জন করে?
ক) পণ্যদ্রব্য ও সেবা খ) সুনাম
গ) ক্ষুদ্রশিল্প ঘ) ডিবেঞ্চার
১৪. অর্থায়ন বিকাশের মূল চারণ ভূমি কোথায়?
ক) যুক্তরাজ্য খ) রাশিয়া গ) জাপান ঘ) যুক্তরাষ্ট্র
১৫. দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে-
i. বিনিয়োগ ব্যাংক ii. বাণিজ্যিক ব্যাংক
iii. ডিবেঞ্চার হোল্ডার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬. মি. আতিক একজন ব্যবসায়ী। কারখানায় কিছু নতুন মেশিন ক্রয়ের জন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। গৃহীত ঋণের বিনিময়ে আতিককে কী প্রদান করতে হবে?
ক) বন্ড খ) ডিভিডেন্ড গ) শেয়ার ঘ) সুদ
১৭. চলতি ব্যয় নির্বাহের জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়?
ক) স্বল্পমেয়াদি খ) চলতি মেয়াদি
গ) দীর্ঘমেয়াদি ঘ) মধ্যমেয়াদি
১৮. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের প্রক্রিয়া ভিন্ন হয়?
ক) একমালিকানা খ) অংশীদারি গ) সমবায় ঘ) যৌথ মূলধনী
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও
জনাব শফিকের হাতে প্রায় ৫ লাখ টাকা আছে। তিনি
এই অর্থ দিয়ে ব্যবসায় শুরু করার কথা ভাবছেন। কীভাবে ব্যবসায় শুরু করলে তা লাভজনক হবে তার জন্য শফিক সাহেব তার বন্ধুর কাছে পরামর্শের জন্য যান।
১৯. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
ক) বিপণন খ) অর্থায়ন
গ) ব্যবস্থাপনা ঘ) হিসাববিজ্ঞান
২০. জনাব শফিকের অর্থায়নের জন্য জানা প্রয়োজন -
i. মুনাফা বনাম তারল্য নীতি
ii. বৈচিত্র্যায়ণের নীতি
iii. ঋণ ব্যবস্থাপনার নীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিলের প্রধান উৎস কোনটি?
ক) ঋণপত্র খ) ব্যাংক ঋণ গ) গ্রাম্য মহাজন ঘ) মালিকের নিজস্ব তহবিল
২২. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক?
ক) যৌথ মূলধনী খ) একমালিকানা
গ) অংশীদারি ঘ) সমবায় সমিতি
২৩. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হল -
i. ব্যবসায় প্রসার ii. অর্থ সংগ্রহ
iii. অর্থ ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪. সিহাব ট্রেডার্স ৫,০০০ টাকার পণ্য উৎপাদন করে তা ৭,০০০ টাকায় বিক্রয় করে। ৫০০ টাকা বিক্রয় খরচ প্রদান করলে সিহাব ট্রেডার্সের অর্জিত মুনাফা কত?
ক) ১,৫০০ টাকা খ) ২,০০০ টাকা
গ) ২,৫০০ টাকা ঘ) ৩,৫০০ টাকা
উত্তর : ১খ, ২গ, ৩ক, ৪গ, ৫গ, ৬খ, ৭ঘ, ৮ঘ, ৯গ, ১০ঘ, ১১ক, ১২ঘ, ১৩খ, ১৪ঘ, ১৫ঘ, ১৬ঘ, ১৭ক, ১৮ঘ, ১৯খ, ২০ক, ২১ঘ, ২২ক, ২৩গ, ২৪ক।

No comments

Powered by Blogger.