PSC BDbisho p27

২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
 প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কী?
উত্তর: ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই।
প্রশ্ন: ম্রোরা সাধারণত কোন ধর্মের অনুসারী?
উত্তর: ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্মও গ্রহণ করেছেন ।
প্রশ্ন: ক্রামা কী?
উত্তর: তোরাই ধর্ম ছাড়াও ম্রো জনগোষ্ঠীর আরেকটি ধর্মমত আছে যার নাম ক্রামা।
প্রশ্ন: ম্রো পরিবারের প্রধান কে?
উত্তর: ম্রো পরিবারের প্রধান হলেন পিতা।
প্রশ্ন: ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম কী?
উত্তর: ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি।
প্রশ্ন: ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

উত্তর: ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই।
প্রশ্ন: ত্রিপুরা জনগোষ্ঠী কোথায় বাস করেন?
উত্তর: ত্রিপুরা জনগোষ্ঠী বাস করেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন।
প্রশ্ন: ত্রিপুরাদের ভাষার নাম কী?
উত্তর: ত্রিপুরাদের ভাষার নাম ককবরক
ও উমোই
প্রশ্ন: ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী?
উত্তর: ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী।
প্রশ্ন: বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী কোন ধরনের সমাজের অধিকারী?
উত্তর: বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী পিতৃতান্ত্রিক সমাজের
অধিকারী।
প্রশ্ন: ওঁরাও জনগোষ্ঠী কোথায় বাস করেন?
উত্তর: বেশির ভাগ ওঁরাও জনগোষ্ঠী বাস করেন রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে।
প্রশ্ন: ওঁরাওদের ভাষার নাম কী?
উত্তর: ওঁরাওদের ভাষার নাম কুডুখ ও সাদ্রি।
প্রশ্ন: ওঁরাওদের প্রধান দেবতার নাম কী?
উত্তর: ওঁরাওদের প্রধান দেবতার নাম ধরমী বা ধরমেশ।
প্রশ্ন: ওরাঁওদের প্রধান উত্সবের নাম কী?
উত্তর: ওরাঁওদের প্রধান উত্সবের নাম ফাগুয়া যা ফাল্গুন মাসের শেষ তারিখে পালন করা হয়।
প্রশ্ন: ওঁরাওদের প্রধান খাবার কী?
উত্তর: ওঁরাওদের প্রধান খাবার ভাত।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

No comments

Powered by Blogger.