PSC BDbisho p26
২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: ইংরেজদের সঙ্গে যুদ্ধকালীন দুজন গারো বীর যোদ্ধার নাম লেখো।
উত্তর: দুজন গারো বীর যোদ্ধার নাম তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা।
প্রশ্ন: খাসি জনগোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে।
প্রশ্ন: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম কী?
উত্তর: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম মনখেমে।
প্রশ্ন: খাসি সমাজব্যবস্থা কেমন?
উত্তর: খাসি সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক।
প্রশ্ন: খাসি সমাজে পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী কে হয়?
উত্তর: খাসি সমাজে পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে।
প্রশ্ন: খাসি মেয়েরা কী ধরনের পোশাক পরে থাকে?
উত্তর: খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে থাকে।
প্রশ্ন: খাসি ছেলেরা কী ধরনের পোশাক পরে থাকে?
উত্তর: খাসি ছেলেরা ফুংগ মারুং নামক পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে থাকে।
প্রশ্ন: খাসিদের প্রধান দেবতার নাম কী?
উত্তর: খাসিদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
প্রশ্ন: ম্রো জনগোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: ম্রো জনগোষ্ঠী বাস করে বান্দরবানের বিভিন্ন উপজেলায়।
প্রশ্ন: ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে কোন প্রতিষ্ঠান? কেন?
উত্তর: ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে ইউনেসকো। কারণ, সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যাবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
No comments