PSC BDbisho p28
সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: পৃথিবীতে বাংলাদেশসহ কতটি দেশ রয়েছে?
উত্তর: পৃথিবীতে বাংলাদেশসহ ১৯৫টি দেশ রয়েছে।
প্রশ্ন: বিশ্বের দেশগুলোর মধ্যে কী থাকা প্রয়োজন?
উত্তর: বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা প্রয়োজন।
প্রশ্ন: কবে জাতিসংঘ গঠিত হয়?
উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়।
প্রশ্ন: বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
প্রশ্ন: জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা কত?
উত্তর: জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা ১৯৩।
প্রশ্ন: জাতিসংঘের প্রধান শাখা কয়টি?
উত্তর: জাতিসংঘের প্রধান শাখা ছয়টি।
প্রশ্ন: নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর নাম লেখো।
উত্তর: নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন।
প্রশ্ন: বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে?
উত্তর: বাংলাদেশ দুবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে ।
প্রশ্ন: জাতিসংঘের একটি উদ্দেশ্য লেখো।
উত্তর: জাতিসংঘের একটি উদ্দেশ্য হলো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।
প্রশ্ন: কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
প্রশ্ন: ইউনিসেফের পুরো নাম কী?
উত্তর: ইউনিসেফের পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল।
প্রশ্ন: বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
প্রশ্ন: কোন সংস্থার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে?
উত্তর: ইউনেসকোর উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে।
প্রশ্ন: সার্ক-এর পুরো নাম কী?
উত্তর: সার্ক-এর পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
প্রশ্ন: সার্ক কত সালে গঠিত হয়?
উত্তর: এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। পরবর্তী সময়ে ২০০৭ সালে আফগানিস্তান যুক্ত হয়।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
No comments