এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৬, বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-,  বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
অধ্যায়-৩
১৭। সামাজিকীকরণের মূল বিষয় হলো—|
ক. বন্ধুত্ব খ. স্বার্থ গ. মিথস্ক্রিয়া ঘ. বিবাহ
১৮। মানুষের সৃষ্টি করা উপাদানগুলো নিয়ে গঠিত পরিবেশকে কী বলা হয়?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সাংস্কৃতিক ঘ. তথ্য ও প্রযুক্তিগত
১৯। কোনটি সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য?
ক. সুশাসন খ. নৈতিকতা গ. মূল্যবোধ ঘ. পরিবার
২০। বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ক
ক. সহযোগিতার খ. আনুগত্যের
গ. প্রতিযোগিতার ঘ. বন্ধুত্বের
২১। পরিবারের মধ্যে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্র তৈরি হয় কখন থেকে?
ক. ভূমিষ্ঠ হওয়ার পরপরই
খ. শিশু জন্মের পূর্ব থেকেই
গ. প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে
ঘ. শিশুর ভাষাজ্ঞান শেখার পর থেকেই
২২। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কী?
ক. খেলার সাথি খ. বোন গ. মা ঘ. বাবা
২৩। শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম
i. পরিবার ii. বিদ্যালয় iii খেলাধুলা
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii গ. iii ঘ. i, ii iii
২৪। পরিবার থেকে শিশু শেখে
i. আচার-ব্যবহার ii. মূল্যবোধ ও নৈতিকতা
iii. অবাঞ্ছিত আচরণ বর্জন
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii গ. iii ঘ. i, ii iii
২৫। গারো ও খাসিয়াদের পারিবারিক প্রথা
i. পিতৃতান্ত্রিক ii. মাতৃতান্ত্রিক iii. মাতৃতান্ত্রিক ও পিতৃতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii গ. iii ঘ. i, ii iii.
অধ্যায়-৪
১। সূর্যের ব্যাস কত কিলোমিটার?
ক. ১৩,২০,০০০ কিলোমিটার
খ. ১৩,৮৪,০০০ কিলোমিটার
গ. ১৪,৩৪,০০০ কিলোমিটার
ঘ. ১৬,০০,০০০ কিলোমিটার
২। সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
ক. ১২ লাখ খ. ১৩ লাখ গ. ৮৬ লাখ ঘ. ১৬ লাখ
৩। মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে
ক. সূর্য খ. বৃহস্পতি গ. সৌরজগত্ ঘ. বিশ্বজগত্
৪। সূর্যে হিলিয়ামের পরিমাণ শতকরা কত ভাগ আছে?
ক. ৪৪ খ. ৪০ গ. ৪২ ঘ. ৪৫
৫। সূর্য কত দিনে নিজ অক্ষের ওপর আবর্তন করে?
ক. ২৫ দিনে খ. ৭৮ দিনে
গ. ২৪ দিন ১২ ঘণ্টায় ঘ. ২৭ দিনে
৬। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?
ক. বুধ খ. মঙ্গল গ. বৃহস্পতি ঘ. শুক্র
৭। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কী?
ক. বৃহস্পতি খ. শুক্র গ. বুধ ঘ. মঙ্গল
৮। দূরত্বের দিক থেকে সূর্য থেকে শুক্রের অবস্থান কততম?
ক. ৫ম খ. ৪র্থ গ. ৩য় ঘ. ২য়
৯। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. শুক্র খ. বুধ গ. শনি ঘ. বৃহস্পতি
১০। সন্ধ্যাতারা ও শুকতারা আসলে
ক. শুক্র খ. মঙ্গল গ. বৃহস্পতি ঘ. ইউরেনাস
১১. বছরে দুবার কোন গ্রহের আকাশে সূর্য উদিত ও অস্তমিত হয়?
ক. শনি খ. বৃহস্পতি গ. শুক্র ঘ. বুধ
১২। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে
ক. ২৯ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
খ. ২৪ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
গ. ৩৬৬ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
ঘ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
১৩। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে
ক. ২৮ দিন ১২ ঘণ্টা খ. ২৯ দিন ১১ ঘণ্টা
গ. ২২ দিন ২৯ ঘণ্টা
ঘ. ২৯ দিন ১২ ঘণ্টা
১৪। শনি গ্রহের কতটি উপগ্রহ আছে?
ক. ২৩ খ. ২ গ. ৭ ঘ. ২২
১৫। কোনটি সৌরজতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ?
ক. বুধ খ. শনি গ. শুক্র ঘ. নেপচুন
১৬। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ার কারণ কী?
ক. স্বচ্ছ পানি খ. বায়ুচাপ
গ. সমুদ্রের গভীরতা ঘ. বিশাল জলরাশি
১৭। বায়ুমণ্ডলের কোন স্তরটি সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে?
ক. ওজোন স্তর খ. আয়ন মণ্ডল
গ. গুরু মণ্ডল ঘ. কেন্দ্র মণ্ডল
১৮। পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত কিলোমিটার?
ক. ৬৪০০ খ. ২৫০০ গ. ২৪০০ ঘ. ১৮৬০০
১৯। নিরক্ষ রেখার অক্ষাংশ কত ডিগ্রি?
ক. শূন্য ডিগ্রি খ. ৯০ ডিগ্রি
গ. ১৮০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি
২০। পৃথিবীর কেন্দ্রে উত্পন্ন কোণ কত ডিগ্রি?
ক. ৯০° খ. ০° গ. ৩৬০° ঘ. ১৮০°

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৩
১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. খ।
অধ্যায়-৪

১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ।

No comments

Powered by Blogger.