এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৫, বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-,  বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
এসএসসি পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৪। মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মন্ত্রণালয় ছিল
ক. ৪টি খ. ৬টি গ. ১০টি ঘ. ১২টি
১৫। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১৯৭১ সালের ১১ এপ্রিল পুনরায় কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
ক. ১১টি খ. ১০টি গ. ৫টি ঘ. ৪টি
১৬। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার ব্রিগেড ফোর্স গঠন করে
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১৭। কাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়?
ক. সর্বস্তরের বাঙালি খ. ইপিআর বাহিনী
গ. নৌবাহিনী ঘ. গেরিলা বাহিনী
১৮। কাদের নিয়ে মুজিব বাহিনী গঠিত?
ক. আমলাদের খ. শ্রমিকদের
গ. ছাত্রছাত্রীদের ঘ. পেশাজীবীদের
১৯। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?
ক. ১৭ মার্চ ১৯৭১ খ. ২৫ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১ ঘ. ২৬ মার্চ ১৯৭১
২০। গণপরিষদে সংবিধান গৃহীত হয় কবে?
ক. ১২ অক্টোবর, ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ. ৪ নভেম্বর, ১৯৭২
ঘ. ৪ নভেম্বর, ১৯৭১।
অধ্যায়-৩
১। নিচের কোনটি সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান?
ক. ক্লাব খ. গোষ্ঠী গ. সংঘ ঘ. পরিবার
২। পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. স্থায়ী খ. অস্থায়ী
গ. সামাজিক ঘ. রাজনৈতিক
৩। নিচের কোনটি সমাজ কাঠামোর মৌল সংগঠন?
ক. দল খ. পরিবার
গ. গোষ্ঠী ঘ. প্রতিষ্ঠান
৪। সমাজের উত্পত্তি
ক. গোষ্ঠী থেকে খ. সম্প্রদায় থেকে
গ. পরিবার থেকে ঘ. রাষ্ট্র থেকে
৫। কোনটি মানুষের সমগ্র জীবনব্যাপী চলতে থাকে?
ক. মূল্যবোধ খ. মিথস্ক্রিয়া
গ. সামাজিকীকরণ
ঘ. সামাজিক মূল্যবোধ
৬। নিচের কোনটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন?
ক. দল খ. পরিবার
গ. সম্প্রদায় ঘ. ব্যক্তি
৭। মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করে
ক. পরিবার খ. সামাজিকীকরণ
গ. রাষ্ট্র ঘ. সম্প্রদায়
৮। বিবাহ ব্যতিরেকে পরিবার গঠিত হতো
ক. হিন্দু সমাজে খ. আধুনিক সমাজে
গ. আদিম সমাজে ঘ. মধ্যযুগীয় সমাজে
৯। আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
১০। আধুনিক সভ্য সমাজে কোন ধরনের পরিবার লক্ষ করা যায় না?
ক. একপতি পরিবার খ. দ্বিপতি পরিবার
গ. বহুপতি পরিবার ঘ. বহুপত্নী পরিবার
১১. স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় কোন ধরনের পরিবারে?
ক. একপত্নী খ. একপতি পরিবার
গ. বহুপতি ঘ. বহুপত্নী পরিবার
১২। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার?
ক. ৫ খ. ৪ গ.৩ ঘ. ২
১৩। শহরে চাকরিজীবীদের মধ্যে সাধারণত কোন ধরনের পরিবার দেখা যায়?
ক. নয়াবাস খ. যৌথবাস
গ. পিতৃসূত্রীয় ঘ. মাতৃসূত্রীয়
১৪। মানব সমাজে পরিবারের ভূমিকা কীরূপ?
ক. একমাত্রিক খ. বহুমাত্রিক
গ. বিশ্বজনীন ঘ. দ্বিমাত্রিক
১৫। কোন ধরনের পরিবার হিন্দু সমাজে দেখা যায়?
ক. অন্তর্গোত্রভিত্তিক খ. বহির্গোত্রভিত্তিক
গ. প্রতিলোম ঘ. অনুলোম
১৬। গ্রাম ও শহরে বর্তমানে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়?
ক. নয়াবাস খ. যৌথ
গ. বহুপত্নী ঘ. একক

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-২
১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. গ।
অধ্যায়-৩
১. ঘ ২.ক ৩.খ ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ।

No comments

Powered by Blogger.