এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৭, বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়
এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৭, বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১। নিচের কোনটি পৃথিবীর অন্যতম বৃহত্ বদ্বীপ?
ক. মালদ্বীপ খ. শ্রীলঙ্কা
২। কোন বায়ুর প্রভাব বাংলাদেশের জলবায়ুর ওপর খুব বেশি?
ক. মৌসুমি বায়ু খ. নিয়ত বায়ু
গ. ঊষ্ণ বায়ু ঘ. স্থানীয় বায়ু
৩। বাংলাদেশের পশ্চিমে অবস্থিত ভারতের যে প্রদেশটি—
ক. কেরালা খ. পশ্চিমবঙ্গ
গ. আসাম ঘ. ত্রিপুরা
৪। বাংলাদেশকে ভূপ্রকৃতির ভিত্তিতে প্রধানত ভাগ করা যায় কয়টি শ্রেণিতে?
ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ৬
৫। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত—
ক. চীন খ. মণিপুর
গ. বঙ্গোপসাগর ঘ. মিয়ানমার
৬। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি?
ক. এভারেস্ট
খ. কেওক্রাডং
গ. তাজিংডং
ঘ. লালমাই পাহাড়
৭। কেওক্রাডংয়ের উচ্চতা কত মিটার?
ক. ১০৩০ মিটার খ. ১২৩০ মিটার
গ. ১১৩০ মিটার ঘ. ১৪৩০ মিটার
৮। প্লাইস্টোসিন যুগের সোপানসমূহকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ৫ খ. ৪
গ. ৩ ঘ. ২
৯। লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. ময়মনসিংহ
গ. কক্সবাজার ঘ. কুমিল্লায়
১০। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ২১ মিটার খ. ২২ মিটার
গ. ২৩ মিটার ঘ. ৩১ মিটার
১১। বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা কতজন?
ক. ১০১৫ জন খ. ৯৬৫ জন
গ. ১১১৫ জন ঘ. ১২১৫ জন
১২। ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ছিল—
ক. ০.২৭ একর খ. ০.২৮ একর
গ. ০.২৩ একর ঘ. ০.৩৫ একর
১৩। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত?
ক. ০.২৫ একর
খ. ০.২৮ একর
গ. ০.২১ একর ঘ. ০.১৫ একর
১৪। শীতকালে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ কত?
ক. ২৭° সে. খ. ২৮° সে.
গ. ২৯° সে. ঘ. ২৫° সে.
১৫। গ্রীষ্মকালে কোন মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়?
ক.পূর্ব-পশ্চিম খ. উত্তর-দক্ষিণ
গ. দক্ষিণ-পশ্চিম ঘ. দক্ষিণ-পূর্ব
১৬। বাংলাদেশে বর্ষাকাল হলো—
ক. জুন-অক্টোবর
খ. জানুয়ারি-মে
গ. মে-জানুয়ারি
ঘ. ফেব্রুয়ারি-আগস্ট
১৭। এ দেশ থেকে বহু নদী হারিয়ে যাচ্ছে কেন?
ক. ময়লা-আবর্জনা জমে
খ. পলি জমে
গ. নদীর পানির অপব্যবহারে
ঘ. নদী খনন না করায়
১৮। ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কী বলে?
ক. ঘূর্ণিঝড় খ. সিডর
গ. সুনামি ঘ. ভূমিকম্প
১৯। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত—
ক. মিয়ানমার খ. ইন্দোনেশিয়া
গ. বালি দ্বীপ ঘ. জাপান
২০। নিচের কোন দেশটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত?
ক. বাংলাদেশ খ. নেপাল
গ. ভুটান ঘ. পাকিস্তান
২১। লালমাই পাহাড়ের মাটি হলো—
i. বালু মিশ্রিত
ii. লালচে রং
iii. কংকর মিশ্রিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২২। বাংলাদেশের জনবসতির ঘনত্ব খুবই কম—
i. পশ্চিমাঞ্চলে
ii. পার্বত্য এলাকায়
iii. সুন্দরবন অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৫
১. ঘ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. ঘ।
No comments