এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৮, বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়
এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৮, বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১। পদ্মা নদীর উত্পত্তি হয়েছে—
ক. হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
খ. লুসাই পাহাড় থেকে
ঘ. বরাক নদী থেকে
২। পদ্মা ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে কোথায় মিলিত হয়েছে?
ক. গোয়ালন্দে খ. চাঁদপুরে
গ. ভৈরবে ঘ. ময়মনসিংহে
৩। বাংলাদেশে কোন অঞ্চল দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে?
ক. ময়মনসিংহ খ. কুড়িগ্রাম
গ. রাজশাহী ঘ. রাঙামাটি
৪। তিব্বতের মানস সরোবর থেকে নিচের কোন নদীটির উত্পত্তি হয়েছে?
ক. যমুনা খ. পদ্মা গ. ব্রহ্মপুত্র ঘ. মাতামুহুরী
৫। তিতাস কোন নদীর শাখা নদী?
ক. মেঘনা খ. পদ্মা গ. যমুনা ঘ. কর্ণফুলী
৬। আরাকান পাহাড় থেকে কোন নদীটির উত্পত্তি হয়েছে?
ক. নাফ খ. সাঙ্গু গ. মেঘনা ঘ. মাতামুহুরী
৭। নাফ নদীর দৈর্ঘ্য কত?
ক. ৫৬ কি.মি. খ. ৫৫ কি.মি.
গ. ১২০ কি.মি. ঘ. ১৮ কি.মি.
৮। বুড়িগঙ্গার তীরবর্তী স্থান হলো—
ক. চট্টগ্রাম খ. খুলনা গ. ঢাকা ঘ. রাজশাহী
৯। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোন নদীর অবস্থান?
ক. মাতামুহুরী খ. সাঙ্গু গ. কর্ণফুলী ঘ. নাফ
১০। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
ক. কর্ণফুলী খ. মেঘনা গ. সুরমা ঘ. পদ্মা
১১। কাপ্তাই বাঁধ কোন নদীতে অবস্থিত?
ক. পদ্মা খ. বুড়িগঙ্গা গ. মেঘনা ঘ. কর্ণফুলী
১২। কোনটি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় দেশ?
ক. চীন খ. বাংলাদেশ গ. ভারত ঘ. পাকিস্তান
১৩। কোথায় মাছের ভান্ডার রয়েছে?
ক. পদ্মা নদীতে খ. খাল-বিলে
গ. বঙ্গোপসাগরে ঘ. বিলে
১৪। কোনটির জন্য পানির ব্যবহার অপরিহার্য?
ক. শিল্পের খ. গ্যাসের
গ. কৃষি ও শিল্পের ঘ. কীটনাশকের
১৫। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৬। দেশের নদ-নদীগুলো কিসের দ্বারা ভরে যাচ্ছে?
ক. পলিতে খ. ময়লা-আবর্জনায়
গ. পাথরে ঘ. মাটিতে
১৭। কোন সময়ে নদীর নাব্যতা হ্রাস পায়?
ক. শরত্কালে খ. শীতকালে
গ. বর্ষাকালে ঘ. শুষ্ক মৌসুমে
১৮। কোথায় প্রচুর বাঁশ ও বেত জন্মে?
ক. সিলেট খ. বরিশাল গ. কুমিল্লা ঘ. খুলনা
১৯. একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ২০-২৫ খ. ২৮ গ. ৩০-৩৫ ঘ. ৩৮।
অধ্যায়-৭
১। রাষ্ট্রের উপাদান কতটি?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
২। কয়টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৩। বাংলাদেশ নামক ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়—
ক. ১৯৭২ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৫৪ সালে
৪। নিচের কোনটির মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়?
ক. জনসমষ্টি খ. ভূখণ্ড
গ. সার্বভৌমত্ব ঘ. সরকার
৫। সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হলো—
ক. বিরোধী দল খ. নির্বাচন কমিশন
গ. রাষ্ট্র ঘ. সরকার
৬। আদিম মানুষ প্রথম কীভাবে বসবাস করত?
ক. গোত্রভিত্তিক খ. সমাজভিত্তিক
গ. সমপ্রদায়ভিত্তিক ঘ. রাষ্ট্রভিত্তিক
৭। রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব খ. সরকার
গ. নির্দিষ্ট ভূখণ্ড ঘ. জনসমষ্টি
৮। The Modern State গ্রন্থের লেখক কে?
ক. ম্যাকাইভার খ. প্লেটো
গ. কার্ল মার্ক্স ঘ. সক্রেটিস
৯। বর্তমান সময়ে প্রতিটি রাষ্ট্রই নিজেদের কী ধরনের রাষ্ট্র বলে দাবি করে?
ক. উন্নত খ. আধুনিক
গ. কল্যাণমূলক ঘ. শক্তিশালী
১০। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ—
ক. প্রাকৃতিক গ্যাস খ. প্রাকৃতিক সম্পদ
গ. পেট্রোলিয়াম ঘ. শিক্ষিত জনগোষ্ঠী
১১। নাগরিকের সঙ্গে কিসের সম্পর্ক অত্যন্ত নিবিড়?
ক. রাষ্ট্রের খ. বিচার বিভাগের
গ. নির্বাচনের ঘ. জনগণের
১২। ব্রিটেনের অধিকাংশ আইনের উত্স কী?
ক. সংবিধান খ. প্রথা গ. ধর্ম ঘ. ন্যায়বোধ
১৩। আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উত্স কোনটি?
ক. প্রথা খ. ধর্মগ্রন্থ
গ. আইনসভা ঘ. জনগণের রায়।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিকউত্তর
অধ্যায়-৬
১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. ক।
অধ্যায়-৭
১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ।
No comments