এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যবসায় উদ্যোগ টিউটোরিয়াল - ০২

ব্যবসায়ের আইনগতদিক

. জীবিকা অর্জন মুনাফাঅর্জনের উদ্দেশ্যেকী করারঅধিকার সকলেররয়েছে?
উঃ - যে কোনোব্যবসায় করার
. সকল ব্যবসায়কী ধরনেরহতে হবে?
উঃ - দেশের প্রচলিতআইন দ্বারাস্বীকৃত বৈধ হতেহবে
. কত সালেব্যবসায় উদ্যোগকোর্সটি ঐচ্ছিকবিষয় হিসেবেমাধ্যমিক পর্যায়অন্তর্ভুক্ত করাহয়?
উঃ - ১৯৯৮ শিক্ষাবর্ষথেকে
. ব্যবসায় উদ্যোগবইটি ৩য়সংস্করণে কতকপি ছাপানোহয়েছিলউঃ - ,০০০কপি
. ব্যবসায় উদ্যোগবইটি ৪র্থসংস্করণের কতকপি ছাপানোহয়েছিলউঃ - ,০০০কপি
. উদ্যোগ বইটিরনকল কপিবিক্রি হওয়াসত্ত্বেও লেখককেন কোনোপ্রকার আইনগতব্যবস্থা নিতেপারেননি?
উঃ তারকোনো কপিরাইটকরা ছিলনা
. ব্যবসায়ের উদ্যোক্তাদেরবুদ্ধিবৃত্তিক সম্পদকোনগুলো?
উঃ - কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি
. লাইসেন্স কাকেবলে?
উঃ - যে কোনোব্যবসায় শুরুকরার আগেসংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকাছ থেকেঅনুমোদন নিতেহয় বানিবন্ধন করতেহয়, এই নিবন্ধনবা অনুমোদনকেইলাইসেন্স বলে
. প্রতিষ্ঠানভেদে অনুমোদনবা নিবন্ধনকরার পদ্ধতিকেমন হতেপারে?
উঃ - বিভিন্ন রকমের
১০. কোন ক্ষেত্রেএকমালিকানা ব্যবসায়েরলাইসেন্স সংগ্রহকরতে হবে?
উঃ - পৌর বাশহর অঞ্চলেব্যবসায় করলে
১১. পৌর এলাকারভেতরে অবস্থিতএকমালিকানা ব্যবসায়কার কাছথেকে লাইসেন্সসংগ্রহ করতেহয়?
উঃ - পৌর কর্তৃপক্ষেরকাছ থেকে
১২. একক মালিকানাব্যবসায় যদিপৌর এলাকারবাইরে হয়তাহলে কোথাথেকে লাইসেন্সসংগ্রহ করতেহয়?
উঃ - সংশ্লিষ্ট জেলাপ্রশাসনের কাছথেকে
১৩. বাংলাদেশে কোনব্যবসায় নিবন্ধনবাধ্যতামূলক নয়?
 উঃ - অংশীদারি ব্যবসায়
১৪. নিবন্ধনের ক্ষেত্রেআবেদনের ফরমেরসঙ্গে কীকরতে হবে?
 উঃ - নির্দিষ্ট হারেফি জমাদিতে হবে
১৫. কোম্পানি আইনঅনুসারে বাংলাদেশেকোন ব্যবসায়েরনিবন্ধন বাধ্যতামূলক?
উঃ - যৌথ মূলধনীব্যবসায়
১৬. কে কোম্পানিরনিবন্ধকের ভূমিকাপালন করে?
উঃ - রেজিস্ট্রার অবজয়েন্ট স্টককোম্পানি
১৭. কোম্পানি নিবন্ধনেরজন্য কারানিবন্ধকের নিকটআবেদন করে
উঃ - কোম্পানির প্রবর্তকগণ
১৮. কখন নিবন্ধকএকটি কোম্পানিকেনিবন্ধনপত্র প্রদানকরে?
উঃ - কোম্পানির দলিলাদি প্রমাণপত্রপরীক্ষা-নিরীক্ষাকরে সন্তুষ্টহলে
১৯. একটি কোম্পানিকখন জন্মলাভ করে?
উঃ - নিবন্ধনপত্র পাওয়ারপর
২০. প্রাইভেট লিমিটেডকোম্পানির ক্ষেত্রেকতজন প্রবর্তকনিবন্ধনের জন্যআবেদন করতেহবে?
উঃ - কমপক্ষে দুজন প্রবর্তক
২১. পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রেকমপক্ষে কতজনপ্রবর্তক নিবন্ধনেরজন্য আবেদনকরতে হবে?
উঃ - কমপক্ষে সাতজন
২২. কোন কোম্পানিনিবন্ধনপত্র পাওয়ারসঙ্গে সঙ্গেব্যবসায় শুরুকরতে পারে?
উঃ - প্রাইভেট লিমিটেডকোম্পানি
২৩. পাবলিক লি. কোম্পানির ব্যবসায়শুরু করারজন্য কোনটিরপ্রয়োজন পড়ে?
উঃ - কার্যারস্তের অনুমতিপত্র
২৪. নিবন্ধনপত্র পাওয়ারপর পরকোন কোম্পানিব্যবসায় শুরুকরতে পারেনা?
উঃ - পাবলিক লিমিটেডকোম্পানি
২৫. বর্তমানে কোনপদ্ধতিতে ব্যবসায়স্থাপন পরিচালন জনপ্রিয়হয়ে উঠেছে?
উঃ - ফ্রাইসাইজিং পদ্ধতিতে
২৬. ফ্রানসাইজিং কাকেবলে?
উঃ - কোনো খ্যাতনামাকোম্পানির নামব্যবহার এবংএর পণ্যতৈরি, বিক্রি বাবিতরণ করারঅধিকারকে ফ্রানসাইজিংবলে
২৭. ব্যান্ড বকসকোম্পানি; পিজ্জাহাট; কেএফসি- কী ধরনেরব্যবসায়ের উদাহরণ?
উঃ - ফ্রানসাইজিং ব্যবসায়ের
২৮. ফ্রানসাইজিং ব্যবসায়েরকটি পক্ষথাকে?
উঃ - দুটি। যথা- . ফ্রানসাইজর, . ফ্রানসাইজি
২৯. ফ্রানসাইজর কাকেবলে?
উঃ - যে ব্যক্তিবা প্রতিষ্ঠাননির্ধারিত চুক্তিরবিনিময় অন্যকোনো ব্যক্তিবা প্রতিষ্ঠানকেউক্ত প্রতিষ্ঠানেরবা ব্র্যান্ডেরপণ্য বাসেবা বিনিময়েরঅনুমতি প্রদানকরে তাকেবা সেইপ্রতিষ্ঠানকে ফ্রানসাইজরবলে
৩০. ‘কেএফসি’- কোন দেশেরকোম্পানি?
উঃ - আমেরিকার
৩১. বাংলাদেশের কোনকোম্পানি কেএফসিকোম্পানির ফ্রানসাইজি? - স্ট্রান্সকম লি.
৩২. ফ্রানসাইজিং ব্যবসায়েরপ্রধান বৈশিষ্ট্যকয়টি?
উঃ - তিনটি। যথা- (ফ্রানসাইজর ফ্রানসাইজির মধ্যেচুক্তিপত্র; ব্যান্ডেড পণ্যবা সেবা; পণ্য বাসেবা স্বীকৃতমান প্রক্রিয়া অনুযায়ীহচ্ছে কিনাতা যাচাইয়েরজন্য ফ্রানসাইজারকর্তৃক মনিটরিং)
৩৩. ফ্রানসাইজিং ব্যবসায়েরপ্রধান বৈশিষ্ট্যকোনটি?
উঃ - চুক্তি
৩৪. কোন বিষয়গুলোভেদে ফ্রানসাইজিংচুক্তির ধারাগুলোবিভিন্ন হতেপারে?
উঃ - পুঁজির পরিমাণ; প্রশিক্ষণের ব্যবস্থা; ব্যবস্থাপনায় সাহায্য; ফ্রানসাইজি এলাকাইত্যাদি
৩৫. ফ্রানসাইজিং চুক্তিরবিষয়বস্তু কয়টি?- সাতটি
৩৬. কত সময়েরপর ফ্রানসাইজিতার বিক্রয়েরওপর নির্দিষ্টহারে ফিপ্রদান করে?
উঃ - এক মাসঅন্তর/প্রতিমাসে
৩৭. কত সময়েরজন্য ফ্রানসাইজিফ্রানসাইজারের পণ্যবা সেবাবিক্রয়ের অধিকারপায়?
উঃ - প্রতিদিনের হিসেবে/দৈনিক
৩৮. কোন ক্ষেত্রেফ্রানসাইজর চুক্তিপত্রবাতিল করেদিতে পারে?
উঃ - ফ্রানসাইজরের মানদণ্ডঅনুযায়ী নাহলে
৩৯. ব্যবসায়ের সাফল্যনির্ধারণের মাপকাঠিকী? - আয়
৪০. সফল হতেহলে ব্যবস্থাপনাহতে হবে- পণ্য বাসেবা হতেহবে- 
উঃ - দক্ষ; উত্তম
৪১. ফ্রানসাইজি কোনআইটেমসমূহ বিক্রয়করতে পারবে?
উঃ - যেসব আইটেমসমূহফ্রানসাইজর গ্রহণযোগ্যমনে করে
৪২. মেধাসম্পদ কী?
উঃ - মনন মেধা দ্বারাসৃষ্টি কাজইমেধাসম্পদ
৪৩. ফ্রানসাইজিং বালাইসেনসিংয়ের মাধ্যমেব্যবসায়ের সুবিধাকোনগুলো?
উঃ - ব্র্যান্ডের পণ্যবাজারজাতকরণ সুবিধা
৪৪. ফ্রানসাইজিং বালাইসেনসিংয়ের মাধ্যমেব্যবসায়ের অসুবিধাকোনগুলো? - কড়া মনিটরিং
৪৫. সব উদ্ভাবন সৃজনশীলকর্মকাণ্ডের মূলেকী রয়েছে?
উঃ - মেধাসম্পদ
৪৬. বিশ্বে কততারিখে মেধাদিবস পালিতহয়?
উঃ - ২৬ এপ্রিল

No comments

Powered by Blogger.