এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট - ০২
অনুচ্ছেদটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও
রাতুল তার কম্পিউটার চালু করার পর দেখল পর্দায় অনেক লেখা ভেসে উঠছে। কিন্তু সে কোনো কাজ করতে পারছে না।
রাতুল তার কম্পিউটার চালু করার পর দেখল পর্দায় অনেক লেখা ভেসে উঠছে। কিন্তু সে কোনো কাজ করতে পারছে না।
১. পর্দার ভেসে ওঠা লেখাগুলোকে কী বলে?
(ক) প্রোগ্রাম (খ) হার্ডওয়্যার (গ) ফার্মওয়্যার (ঘ) সফটওয়্যার
২. রাতুল কেন কাজ করতে পারছে না?
(ক) তার কম্পিউটারে অপারেটিং সিস্টেম নাই
(খ) তার কম্পিউটারে প্রসেসর নাই
(গ) তার কম্পিউটারে ঠঅে কার্ড নাই (ঘ) তার কম্পিউটারে Modem নাই
৩. (১০১১)২ এর দশমিক মান কত?
৪. সহায়ক স্মৃতি কোনটি?
(ক) রম (খ) র্যাম
(গ) CD-RM (ঘ) র্যাম-ক্যাশ
৫. ইন্টেল ৮০৮০ কত বিটের প্রসেসর?
(ক) ৪ বিট (খ) ৮ বিট (গ) ১৬ বিট (ঘ) ৩২ বিট
নিচের সমীকরণটি দেখ এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও
Y = AB + AB+AB
৬. প্রথম দুটি রাশি কোন গেট নির্দেশ করে?
(ক) NAND (খ) NOR (গ) X-OR (ঘ) X-NOR
৭. নিচের কোন ইনপুটের জন্য আউটপুট ০ হবে?
(ক) A = O, B = O (খ) A = O, B = 1 (গ) A = 1, B = O (ঘ) A = 1, B = 1
৮. যে লাইনে Home, Insert, ঠরবি ইত্যাদি-
(ক) রিবন বার (খ) ট্যাব বার (গ) মেনু বার (ঘ) টুল বার
৯. ইউনি কোডে কতগুলো কোড থাকে?
(ক) ৬৫,৫৩৬ (খ) ২৫৬ (গ) ৭৩,৬৫৩ (ঘ) ৫০,৫৫৫
১০. PIRNT কোন ধরনের ভুল?
(ক) নির্বাহজনিত ত্রুটি (খ) যুক্তি সংক্রান্ত ত্রুটি
(গ) চিহ্নাদির ত্রুটি (ঘ) তথ্য সংক্রান্ত ত্রুটি
১১. Text ধরনের ডাটা কোনটি?
(i) Name (ii) Age (iii) Address
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) র, ii ও iii
১২. প্লটার কোন ধরনের ডিভাইস?
(ক) ইনপুট (খ) আউটপুট
(গ) মেমরি (ঘ) নিয়ন্ত্রণ ইউনিট
১৩. র্যাম ক্যাশ র্যামের কতটুকু অংশ ব্যবহার করা হয়?
(ক) এক দ্বিতীয়াংশ (খ) এক তৃতীয়াংশ
(গ) এক চতুর্থাংশ (ঘ) এক পঞ্চামাংশ
১৪. স্প্রেডশিটের ফাংশন হল-
(i) SUM (ii) AGV
(iii) A1 + A2 + A3
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫. ডাটাবেজের (Database) গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
(ক) ফিল্ড (খ) ফাইল
(গ) সার্চ (ঘ) কুয়েরী
১৬. উইন্ডোজ ৯৫ একটি - বিট অপারেটিং সিস্টেম-
(ক) ৮ (খ) ১৬ (গ) ৩২ (ঘ) ৬৪
১৭. প্রাথমিকভাবে মাল্টিমিডিয়াকে কত ভাগে ভাগ করা যায়?
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
১৮. তথ্য প্রবাহের নতুন দুনিয়ার নাম কী?
(ক) LAN (খ) WAN
(গ) WWW (N) GII«
১৯. rahim-abc.abclink.com.bd ঠিকানাটি কোথায় লিখতে হয়?
(ক) To : তে (খ) Cc t : তে (গ) Bcc : তে (ঘ) Reply to তে
২০. কতটি বিট দিয়ে BCD কোড গঠিত?
(ক) ৪টি (খ) ২টি
(গ) ১৬টি (ঘ) ৩২টি
২১. আল খোয়ারিজমি কোন দেশের অধিবাসী?
(ক) আরব (খ) ইরান
(গ) ইরাক (ঘ) গ্রিস
২২. ওরাকল একটি-
(ক) স্প্রেডশিট প্রোগ্রাম (খ) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম (গ) গ্রাফিক্স প্রোগ্রাম (ঘ) ডেটাবেজ
নিচের সারণিটি দেখ এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও
২৩. Truth Tableটি কোন গেট নির্দেশ করে?
(ক) OR (খ) XOR (গ) NOT (ঘ) AND
২৪. সত্যক সারণিটি কোন বুলিয়ান সমীকরণকে নির্দেশ করে?
(ক) X = A › B (খ) X = A / B
(গ) X = A B (ঘ) X = AB
২৫. কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে-
(i) রিং সংগঠনে (ii) স্টার সংগঠনে
(iii) শাখা-প্রশাখা সংগঠনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬. ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে কী বলে?
(ক) মডুলেশন প্রক্রিয়া (খ) ডিমডুলেশন প্রক্রিয়া (গ) এনকোডিং প্রক্রিয়া (ঘ) ডিকোডিং প্রক্রিয়া
২৭. গাণিতিক অপারেটর কোনটি?
(ক) + (খ) = (গ) > (ঘ) Add
২৮. ওয়ার্ড প্রসেসর লো-
(i) Word Perfect (ii) Word Star
(iii) MS Word
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯. ডেটাবেজে ফিল্ড ব্যবহার হয়-
(i) Text (ii) Number
(iii) Memo
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০. বাংলা সফটওয়্যার হল-
(i) শহীদ লিপি (ii) লেখনী (iii) বিজয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
৩১. চলমান গ্রাফিক্সকে কী বলে?
(ক) ছবি (খ) উপাত্ত (গ) এনিমেশন (ঘ) অডিও
৩২. বাংলাদেশে স্থাপিত ১ম কম্পিউটারের জঅগ কত কিলোবাইট বৃদ্ধি করা হয়েছিল?
(ক) ২০ (খ) ৪৪ (গ) ৬৪ (ঘ) ৮৪
৩৩. লন-লিনিয়ার মাল্টিমিডিয়া হচ্ছে-
(ক) কম্পিউটারভিত্তিক (খ) ভিডিওভিত্তিক
(গ) টেলিভিশনভিত্তিক (ঘ) সিনেমাভিত্তিক
৩৪. অপারেটিং সিস্টিমের কেন্দ্রীয় অংশকে কী বলে?
(ক) কারনেল (খ) কোর (গ) সেন্টার (ঘ) শেল
৩৫. রাশিয়ার অ্যাবাকাসকে কী বলে?
(ক) সরোবান (খ) স্কোটিয়া (গ) নেপিয়ার হাড় (ঘ) স্লাইড বুল
উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ক ১০. গ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ ৩১. গ ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫.খ
No comments