পি এস সি গণিত টিউটোরিয়াল -০৬

 নম্বর প্রশ্নযোগ্যতাভিত্তিক সমস্যাবলি
প্রিয় শিক্ষার্থীগণিত বিষয়ের  নম্বর প্রশ্নটি থাকবে পরিমাপ সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান নিয়ে। তোমাদেরঅনুশীলনের জন্য আজ দেওয়া হলো একটি যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা  তার সমাধান
 প্রশ্নরশিদ বেপারি ২৮৯ কেজি চাল থেকে মতিনের কাছে ১২৭ কেজি ৬৭৫ গ্রাম এবং তপনের কাছে ৩৯ কেজি ১২৫ গ্রাম চালবিক্রি করলেন

রশিদ বেপারি মতিন  তপনের কাছে কী পরিমাণ চাল বিক্রি করলেন?
মতিন  তপনের মধ্যে কে কত বেশি চাল ক্রয় করলেন?
বিক্রির পর রশিদ বেপারির নিকট আর কী পরিমাণ চাল রইল?
সমাধান:

()
রশিদ বেপারি,
মতিনের কাছে চাল বিক্রি করলেন   
                                = ১২৭ কেজি ৬৭৫ গ্রাম
তপনের কাছে চাল বিক্রি করলেন   ৩৯   ,,   ১২৫  ,,
 মতিন  তপনের কাছে চাল বিক্রি করলেন       \
                                = ১৬৬ কেজি ৮০০ গ্রাম 
()

মতিন ক্রয় করেছেন                ১২৭ কেজি ৬৭৫ গ্রাম
তপন ক্রয় করেছেন (-)             ৩৯ কেজি ১২৫ গ্রাম
 মতিন বেশি ক্রয় করেছেন      = ৮৮ কেজি ৫৫০ গ্রাম\

()
 রশিদ বেপারির নিকট চাল ছিল = ২৮৯ কেজি  গ্রাম
বিক্রি করেছেন  (-)            = ১৬৬ কেজি  ৮০০ গ্রাম
অবশিষ্ট রইল                        = ১২২ কেজি ২০০ গ্রাম
অতএববিক্রির পর রশিদ বেপারির নিকট চাল রইল ১২২ কেজি ২০০ গ্রাম
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুলঢাকা

No comments

Powered by Blogger.