PSC BDbisho p31

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: মডেল টেস্ট
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×৫০= ৫০
১। শাওন জেনেছে, ওদের এলাকায় একটি ওভারব্রিজতৈরি হবে। এই ওভারব্রিজ কোন কাজে ব্যবহার করা হবে?
ক. খেয়া পারাপারে খ. উঁচু দালানে উঠতে
গ. রাস্তা পারাপারে ঘ. নদীর ওপারে যেতে
২। আবির শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর সমর্থনে শ্রেণিনেতা নির্বাচিত হয়েছে। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সমাজে কী হয়?
ক. দায়িত্ব ও কর্তব্য খ. শান্তি
গ. অশান্তি ঘ. নিয়মকানুন
৩। প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কী উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়?
ক. নারীর অর্থনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধির জন্য
খ. নারীশিক্ষা প্রসারের জন্য
গ. সামাজিক সচেতনতার জন্য ঘ. যৌতুকের জন্য
৪। বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে কয়েকজন সহপাঠী রাস্তার পাশে ডোবায় থাকা ব্যাঙগুলোকে ঢিল ছুড়ে আহত করছে। তুমি কী করবে?
ক. আরও বেশি করে ঢিল ছুড়তে বলব
খ. ঢিল ছুড়তে বারণ করব
গ. আমিও এ কাজে অংশ নেব
ঘ. পাশ কাটিয়ে চলে যাব
৫। মাঠে খেলতে যাওয়ার সময় তুমি দেখলে এলাকার লোকজন ভাঙা রাস্তা মেরামত

করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. রাস্তা মেরামতের কাজ দেখব
খ. অন্য রাস্তা দিয়ে খেলতে যাব
গ. রাস্তা মেরামতের কাজে সাহায্য করব
ঘ. মেরামত করার জন্য অন্যকে ডেকে আনব
৬। তোমার বিদ্যালয় একটি মহাসড়কের পাশে। ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?
ক. একা একা দৌড়ে খ. সবাই একসঙ্গে হেঁটে গ. সবাই একযোগে দৌড়ে
ঘ. সবাই ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে
৭। শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?
ক. শিশু পাচার বন্ধ হবে
খ. দেশের আয় বৃদ্ধি পাবে
গ. শিশুদের অধিকার রক্ষা হবে
ঘ. কলকারখানায় উত্পাদন বাড়বে
৮। ভাত বাংলাদেশের প্রধান খাদ্য। এ ছাড়া কোন খাবারটি এ দেশে জনপ্রিয়তা লাভ করছে?
ক. চালের পিঠা খ. গমের তৈরি খাদ্য
গ. আলুর তৈরি খাদ্য ঘ. ভুট্টার তৈরি খাদ্য
৯। বাংলাদেশে উত্পাদিত কোনো পণ্য বিদেশে পাঠিয়ে যে অর্থ আয় হয়, তাকে কী বলা হয়?
ক. টাকা খ. রিয়াল গ. ডলার ঘ. বৈদেশিক মুদ্রা
১০। কোনো এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এর কারণ কী?
ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. অতিবৃষ্টি
১১। মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ বাঙালি জীবন দান করেছিলেন কেন?
ক. গৌরব ও বীরত্ব প্রকাশ করতে
খ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য
গ. রাজাকারদের অত্যাচার থেকে বাঁচতে
ঘ. হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ করতে
১২। সাধারণত বাড়িতে ঘর গোছানো, ছোট ভাইবোনদের দেখাশোনা করা, মাকে রান্নার কাজে সাহায্য করাএগুলো কে করে?
ক. ছেলেশিশু খ. মেয়েশিশু
গ. ছেলে ও মেয়েশিশু উভয়েই ঘ. বড় যারা
১৩। সরকারের স্বাস্থ্যকর্মী এসে তোমাদের বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছেন। তারপরও বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদের কী পরামর্শ দেবে?
ক. অল্প পরিমাণ পানি পান করতে বলব
খ. কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব
গ. এই পানি পান করতে নিষেধ করব
ঘ. ইচ্ছেমতো পানি পান করতে বলব
১৪। মুক্তিযুদ্ধে সাহসের সঙ্গে যুদ্ধ করার জন্য বাংলাদেশ সরকার দুজন সিপাহীকে সর্বোচ্চ উপাধি দিয়েছে? উপাধিটির নাম কী?
ক. বীর উত্তম খ. বীরশ্রেষ্ঠ
গ. বীর বিক্রম ঘ. বীর প্রতীক
১৫। ভারতবর্ষের জনগণ ব্রিটিশ শাসনের বিরোধিতা করার প্রধান কারণ কোনটি?
ক. তারা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল বলে
খ. ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে হেরে গিয়েছিল বলে
গ. ব্রিটিশরা ভালোভাবে শাসন পরিচালনা করতে পারেনি বলে ঘ. ব্রিটিশরা অন্য ধর্মের বলে
১৬। তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করেছিলেন
ক. যুদ্ধ পরিচালনার জন্য খ. নিজে থাকার জন্য
গ. ব্যবসার জন্য ঘ. সৈন্যদের ব্যবহারের জন্য
১৭। তন্দ্রার শ্রেণিশিক্ষক বললেন, ‘ব্রাহ্মী শিলালিপিবাংলা ভাষার অন্যতম প্রাচীন নিদর্শন। এটি কোথায় দেখতে পাওয়া যায়?
ক. পাহাড়পুর খ. মহাস্থানগড়
গ. ময়নামতি ঘ. উয়ারী-বটেশ্বর
১৮। তোমার পাঠ্যবইয়ের কোন সভ্যতাটি সমুদ্র-বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল?
ক. পাহাড়পুর খ. মহাস্থানগড়
গ. ময়নামতি ঘ. উয়ারী-বটেশ্বর
১৯। কিসের প্রভাবে বাংলায় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে?
ক. নবজাগরণ খ. কোম্পানির শাসন
গ. রানি ভিক্টোরিয়ার শাসন
ঘ. জাতীয়তাবাদী চেতনার বিকাশ
২০। তন্দ্রা একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। তন্দ্রা কোন অধিকার ভোগ করছে?
ক. রাজনৈতিক অধিকার খ. সামাজিক অধিকার
গ. মৌলিক মানবাধিকার ঘ. নাগরিক অধিকার
২১। শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর তৈরি করেছিলেন কেন?
ক. অর্থ উপার্জনের জন্য খ. শিল্প উন্নয়নের জন্য গ. সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার জন্য
ঘ. ব্যবসার জন্য
২২। তোমার এলাকার কৃষিজমির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। তুমি কার পরামর্শ নেবে?
ক. মত্স্য কর্মকর্তার খ. শিক্ষা কর্মকর্তার
গ. কৃষি কর্মকর্তার ঘ. বন কর্মকর্তার
২৩। বাংলাদেশের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেদিক বিচারে বাংলাদেশ কোন ধরনের দেশ?
ক. শিল্পপ্রধান খ. কৃষিপ্রধান
গ. রপ্তানিনির্ভর ঘ. আমদানিনির্ভর
২৪। রান্নায় ব্যবহূত তেল একধরনের উদ্ভিদবীজ থেকে আমরা পাই। এ ধরনের উদ্ভিদবীজ কোনটি?
ক. ফুলকপি খ. গম গ. সরিষা ঘ. টমেটো
২৫। ফাতেমা কামাল একটি পোশাক কারখানায় কাজ করেন। ফাতেমার কারখানাটি কোন ধরনের শিল্প?
ক. পাট খ. বস্ত্র গ. পোশাকশিল্প ঘ. সুতাশিল্প
২৬। বর্তমানে বাংলাদেশে তামাক চাষ নিরুত্সাহিত করা হচ্ছে কেন?
ক. তামাক চাষ ব্যয়বহুল বলে
খ. তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে
গ. বিদেশে তামাকের চাহিদা বেশি বলে
ঘ. তামাক চাষে মাটির উর্বরতা নষ্ট হয়
২৭। খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। কোনটি বৃদ্ধিতে এগুলোর অভাব পূরণ অসম্ভব হয়ে পড়ে?
ক. প্রাকৃতিক সম্পদ খ. জনসংখ্যা
গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. সামাজিক সম্পদ
২৮। দেশের বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। এর ফলে কোনটি ঘটবে?
ক. শিল্পের প্রসার খ. কৃষির প্রসার
গ. বাণিজ্যের প্রসার ঘ. কর্মসংস্থানের প্রসার
২৯। করপাড়া গ্রামে সরকারি সহায়তায় বিনা মূল্যে একটি কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। এতে কোনটির উন্নয়ন ঘটবে?
ক. স্বাস্থ্যসেবার খ. যাতায়াতব্যবস্থার
গ. নিরাপত্তাব্যবস্থার ঘ. কর্মদক্ষতার
৩০। তুমি যদি গাছ না লাগিয়ে শুধু কেটে ফেলো, তবে কোনটি ঘটবে?
ক. খরা খ. ভূমিকম্প গ. অতিবৃষ্টি ঘ. ঘূর্ণিঝড়
৩১। নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কোনটি?
ক. কারখানা স্থাপন খ. নদীর বালু উত্তোলন
গ. কারখানার ধোঁয়া ঘ. অতিরিক্ত জনসংখ্যা
৩২। আম্বিয়া খাতুন কাজ করে ন্যায্য মজুরি পান না। তিনি কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন?
ক. মৌলিক মানবাধিকার খ. রাজনৈতিক অধিকার গ. সামাজিক অধিকার ঘ. মৌলিক অধিকার
৩৩। গণতন্ত্রে কোনটি গ্রহণযোগ্য নয়?
ক. জোর করে মত চাপিয়ে দেওয়া
খ. পরমতসহিষ্ণুতা গ. সহনশীলতা
ঘ. শান্তি ও সম্প্রীতি
৩৪। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর গ. ব্যবসায়ী ঘ. নেতা
৩৫। মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. পরিবার ও রাষ্ট্রের খ. পরিবার ও সমাজের
গ. রাষ্ট্র ও সমাজের ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্রের
৩৬। গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. একজনের মত খ. দলনেতার মত
গ. দু-তিনজনের মত ঘ. অধিকাংশের মত
৩৭। ওঁরাওদের প্রধান ধর্মীয় উত্সব ফাগুয়াবাংলা কোন মাসে পালন করা হয়?
ক. বৈশাখ খ. আষাঢ় গ. শ্রাবণ ঘ. ফাল্গুন
৩৮। বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল রয়েছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৩৯। কত সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে?
ক. ১৯১৩ খ. ১৯১০ গ. ১৯০৭ ঘ. ১৯০৪
৪০। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?
ক. বিশ্বশান্তি প্রতিষ্ঠা খ. শিশুদের উন্নয়ন
গ. অর্থনৈতিক উন্নয়ন ঘ. ব্যবসার উন্নয়ন
৪১। একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. পরিবেশ
গ. মানুষ ঘ. ভৌগোলিক অবস্থা
৪২। ১৯০৫ সালে কী হয়েছিল?
ক. সিপাহি বিদ্রোহ খ. বাংলা ভাগ
গ. ভারত বিভক্তি ঘ. ফকির সন্ন্যাসী বিদ্রোহ
৪৩। কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র
৪৪। অচিকমান্দিনামে পরিচিত কারা?
ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও
৪৫। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নকাজ পরিচালনা ও সমন্বয়ের করে কোন সংস্থা?
ক. ইউএনডিপি খ. ডব্লিউএইচও গ. সার্ক
ঘ. বিশ্বব্যাংক
৪৬। সদস্যদেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন কোন সংস্থার লক্ষ্য
ক. জাতিসংঘ খ. সার্ক গ. ইউনিসেফ ঘ. ইউনেসকো
৪৭। মানবাধিকার কী?
ক. নিম্নবিত্তের অধিকার খ. মানুষ হিসেবে অধিকার গ. শিশুদের অধিকার ঘ. ধনীদের অধিকার
৪৮। কোনটি বৃহত্ শিল্পের অন্তর্ভুক্ত?
ক. সিমেন্ট খ. কাঁসা গ. মাটির পাত্র ঘ. আসবাব।
৪৯। পলাশীর যুদ্ধের ফলাফল কী ছিল?
ক. ইংরেজ শাসন প্রতিষ্ঠা খ. ইংরেজদের ব্যবসায় লাভ গ. ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা
ঘ. সিরাজউদ্দৌলার শাসন লাভ
৫০। ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা কত সালে?
ক. ১৪৭৬ খ. ১৩৭৬ গ. ১২৭৬ ঘ. ১১৭৬
২. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১ × ১৫ = ১৫
ক. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কেন ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
খ. শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কী?
গ. মুক্তিযুদ্ধের সময় ইন্টেলিজেন্স গ্রুপেরকাজ কী ছিল?
ঘ. ব্রিটিশদের ভাগ করো শাসন করোনীতির ফলে কী হয়েছিল?
ঙ. মৌর্য আমলে কোন স্থানটি পুন্ড্রনগরনামে পরিচিত ছিল?
চ. আমরা কৃষিপণ্য রপ্তানি করি কেন?
ছ. বাংলাদেশের দুটি কুটির শিল্পের নাম লেখো।
জ. সমাজের ওপর অধিক জনসংখ্যার একটি প্রভাব উল্লেখ করো।
ঝ. কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
ঞ. বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত?
ট. নারী নির্যাতনের একটি কারণ লেখো।
ঠ. আবহাওয়া বলতে কী বোঝো?
ড. গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?
ঢ. অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে দক্ষ?
ণ. জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
৩. ক, , , ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও। ৫ × ৭ = ৩৫
ক. মুক্তিযুদ্ধ বলতে কী বোঝো? মুজিবনগর সরকারের তিনটি কাজ উল্লেখ করো। ২+৩ = ৫
খ. ইংরেজরা কেন ভারতে এসেছিল? বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ ছিল কেন? ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে?
১+৩+১ =৫
গ. প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন কেন? জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কী জানতে পারি। ৩+২ =৫
ঘ. মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছ। সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো পাঁচটি বাক্যে সেগুলোর বর্ণনা দাও। ৫
ঙ. কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘিত হতে দেখলে তুমি কী করবে? শিশুশ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কীভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে? ২+৩ = ৫
চ. বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী? বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কীভাবে সহায়তা করে? চারটি বাক্যে লেখো। ১+৪ = ৫
ছ. সমাজের ওপর অধিক জনসংখ্যার দুটি প্রভাব ও জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখো। ২+৩ = ৫
জ. সিপাহি বিদ্রোহের পাঁচটি কারণ লেখো। ৫
ঝ. বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্পপ্রবণ? দুর্যোগের একটি প্রাকৃতিক
কারণ ও একটি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো।
৩+২ = ৫
ঞ. কর্মক্ষেত্রে কীভাবে গণতন্ত্রের চর্চা করা যায়, তা পাঁচটি বাক্যে লেখো। ৫

No comments

Powered by Blogger.