PSC BDbisho p30
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিশেষ প্রস্তুতি -৩০সংক্ষেপে উত্তর দাও
১। ভাষা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৬৬ খ. ১৯৭১ গ. ১৯৬৯ ঘ. ১৯৫২
২। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
৩। তোমার বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস পালিত হবে। তুমি ভাষাশহিদদের জন্য নিচের কোন কাজটি করবে?
ক. বিদ্যালয় পরিষ্কার করব
খ. শ্রেণি কার্যক্রমে অংশ নেব
গ. বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব
ঘ. সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেব
৪। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল ১৯৭১ খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ১৭ এপ্রিল ১৯৭১ ঘ. ২০ এপ্রিল ১৯৭২
৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার ক্ষমতা দখল করতে পারার
প্রধান কারণ কোনটি?ক. ১৯৬৬ খ. ১৯৭১ গ. ১৯৬৯ ঘ. ১৯৫২
২। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
৩। তোমার বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস পালিত হবে। তুমি ভাষাশহিদদের জন্য নিচের কোন কাজটি করবে?
ক. বিদ্যালয় পরিষ্কার করব
খ. শ্রেণি কার্যক্রমে অংশ নেব
গ. বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব
ঘ. সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেব
৪। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল ১৯৭১ খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ১৭ এপ্রিল ১৯৭১ ঘ. ২০ এপ্রিল ১৯৭২
৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার ক্ষমতা দখল করতে পারার
ক. নবাব সিরাজউদ্দৌলার দুর্বলতা
খ. ভারতবর্ষের জনগণের অনৈক্য
গ. ব্রিটিশদের উন্নততর মারণাস্ত্র
ঘ. সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা
৬। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংস্কৃতিকর্মীদের ভূমিকা কী ছিল?
ক. সম্মুখযুদ্ধ খ. গেরিলা যুদ্ধ
গ. তথ্য আদান-প্রদান করা
ঘ. মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করা
৭। বধ্যভূমি কিসের প্রতীক?
ক. গণগত্যার খ. গণবিপ্লবের
গ. ধ্বংসযজ্ঞের ঘ. গণনির্যাতনের
৮। শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে?
ক. ৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ১৭ এপ্রিল ঘ. ১৪ ডিসেম্বর
৯। মুক্তিযুদ্ধে কোন ভূমিকার জন্য ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়?
ক. বন্ধুত্ব স্থাপনের জন্য
খ. যুদ্ধে সহায়তার জন্য
গ. আর্থিক সাহায্যের জন্য
ঘ. সহমর্মিতা প্রদর্শনের জন্য
১০। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
খ. কর্নেল আবদুর রব
গ. মেজর কে এম সফিউল্লাহ
ঘ. মেজর খালেদ মোশাররফ
১১। মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন?
ক. খুবই সাধারণ খ. অদম্য সাহসী
গ. সহানুভূতিশীল ঘ. একেবারে নিরীহ
১২। কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
ক. ১৭৫৫ সালের ১ জানুয়ারি
খ. ১৭৫৬ সালের ৩০ অক্টোবর
গ. ১৭৫৭ সালের ২৩ জুন
ঘ. ১৭৫৮ সালের ২৩ জুন
১৩। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?
ক. ২১ বছর খ. ২২ বছর গ. ২৩ বছর ঘ. ২৪ বছর
১৪। কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাশ
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫। কোম্পানির শাসন রদ করে ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছিল কেন?
ক. ব্যবসা প্রসারের জন্য খ. শিক্ষা প্রসারের জন্য
গ. শাসন সুদৃঢ় করার জন্য
ঘ. অর্থনৈতিক উন্নয়নের জন্য
১৬। কোন সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?
ক. ১৭৫৭ খ. ১৮৫৭ গ. ১৯৫৭ ঘ. ১৯৭১
১৭। সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
ক. চিত্তরঞ্জন দাশ খ. সুভাষচন্দ্র বসু
গ. মঙ্গল পান্ডে ঘ. তিতুমীর
১৮। ১৯০৫ সালে কী হয়েছিল?
ক. সিপাহি বিদ্রোহ খ. বঙ্গভঙ্গ
গ. ইংরেজদের ভারত ত্যাগ
ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
১৯। কত সালে ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে?
ক. ১৯০৫ খ. ১৯০৬ গ. ১৯০৭ ঘ. ১৯০৮
২০। উয়ারী-বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে?
ক. ছাপাঙ্কিত মুদ্রা খ. পোড়ামাটির ফলক
গ. ইস্পাতের ঢাল ঘ. পিতলের থালাবাসন
২১। মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ক. পানাম নগর খ. পুণ্ড্রুনগর
গ. পাণ্ডয়া ঘ. ভাসু বিহার
২২। সোনারগাঁ কোন নদীর তীরে অবস্থিত?
ক. মেঘনা খ. করতোয়া গ. যমুনা ঘ. সুরমা
২৩। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা কে করেন?
ক. শিল্পী হাশেম খান খ. শিল্পী কাইয়ুম চৌধুরী
গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
ঘ. শিল্পী এস এম সুলতান
২৪। কোথায় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে?
ক. পাহাড়পুর খ. ময়নামতি
গ. উয়ারী-বটেশ্বর ঘ. সোনারগাঁ
২৫। লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কবে?
ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
২৬। শিহাবের এলাকার কৃষিজমির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। এ ক্ষেত্রে শিহাব কার পরামর্শ নিতে পারে?
ক. মত্স্য কর্মকর্তার খ. শিক্ষা কর্মকর্তার
গ. কৃষি কর্মকর্তার ঘ. বন কর্মকর্তার
২৭। বর্তমানে বাংলাদেশে তামাক চাষ নিরুত্সাহিত করা হচ্ছে কেন?
ক. তামাক চাষ ব্যয়বহুল
খ. তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
গ. বিদেশে তামাকের চাহিদা কমে গেছে
ঘ. মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় বলে
২৮। কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক. চা খ. তামাক গ. চিনি ঘ. পোশাক
২৯। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
ক. রপ্তানির পরিমাণ বাড়ানো
খ. আমদানির পরিমাণ বাড়ানো
গ. রপ্তানির পরিমাণ অপরিবর্তিত রাখা
ঘ. আমদানির পরিমাণ অপরিবর্তিত রাখা
৩০। বাংলাদেশের মোট জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান শতকরা কত ভাগ?
ক. ২০ ভাগ খ. ২৫ ভাগ গ. ৩০ ভাগ ঘ. ৩৫ ভাগ
৩১। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ পাট উত্পাদিত হয় কোন দেশে?
ক. ভারত খ. চীন গ. বাংলাদেশ ঘ. নেপাল
৩২। ঢাকা শহর ধীরে ধীরে নোংরা হচ্ছে। ঢাকা শহরকে পরিষ্কার রাখার জন্য কী করা উচিত?
ক. সরকারি সাহায্য নেওয়া
খ. প্রতিদিন পরিষ্কার করা
গ. কলকারখানার দূষণ বন্ধ করা
ঘ. যার যার এলাকা দেখাশোনা করা
৩৩। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য তুমি কোনটি বিদেশে পাঠানোর পরামর্শ দেবে?
ক. জনসম্পদ খ. মত্স্যসম্পদ
গ. বনজ সম্পদ ঘ. খনিজ সম্পদ
৩৪। বাংলাদেশের অধিক জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য তুমি কী পরামর্শ দেবে?
ক. শিক্ষা ও প্রশিক্ষণের
খ. খাদ্যের সমস্যা সমাধানের
গ. বাসস্থান নিশ্চিতকরণের
ঘ. স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের
৩৫। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা প্রয়োজন কেন?
ক. ভৌগোলিক উন্নয়নের জন্য
খ. অর্থনৈতিক উন্নয়নের জন্য
গ. প্রাকৃতিক উন্নয়নের জন্য
ঘ. জাতিগত উন্নয়নের জন্য
৩৬। কিসের অভাবে খরা দেখা দেয়?
ক. বাতাস খ. পানি গ. ফসল ঘ. বনভূমি
৩৭। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
৩৮। দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৩৯। একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. ভৌগোলিক অবস্থা
গ. মানুষ ঘ. পরিবেশ
৪০। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেল, তোমাদের এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. নিজ ঘরে থাকব খ. আশ্রয়কেন্দ্রে যাব
গ. প্রতিবেশীদের বাড়িতে যাব
ঘ. আত্মীয়র বাড়িতে যাব
৪১। কোন জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছে?
ক. ম্রো খ. গারো গ. ওঁরাও ঘ. খাসি
৪২। তুমি বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় শ্রেণিকক্ষে বসে আছ, হঠাত্ ভূমিকম্প শুরু হলো। তুমি তখন কী করবে?
ক. নিজ আসনে বসে থাকব
খ. বেঞ্চের নিচে আশ্রয় নেব
গ. শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাব
ঘ. নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করব
৪৩। অনেক শিশু বিভিন্ন ধরনের কষ্টকর কাজ করতে বাধ্য হয়। এতে শিশুদের কোন ধরনের অধিকার ক্ষুণ্ন হয়?
ক. রাজনৈতিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. সাংস্কৃতিক অধিকার ঘ. মানবাধিকার
৪৪। তুমি দেখতে পেলে একটি শিশুকে নির্জন স্থানে বেঁধে রাখা হয়েছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. বিষয়টি এড়িয়ে যাব খ. বন্ধুদের জানাব
গ. পালাতে সাহায্য করব ঘ. বড়দের জানাব
৪৫। মনে করো, তোমার বাড়িতে একজন গৃহপরিচারিকা রয়েছেন। তুমি তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করবে?
ক. তাঁর প্রতি সদয় থাকব
খ. তাঁকে কাজে ব্যস্ত রাখব
গ. আদেশের স্বরে কথা বলব
ঘ. পরিশ্রমের কাজ তাঁকে দিয়ে করাব
৪৬। মানবাধিকার কী?
ক. নিম্নবিত্তদের অধিকার
খ. মানুষ হিসেবে অধিকার
গ. শিশুদের অধিকার ঘ. ধনীদের অধিকার
৪৭। মানবাধিকার বাস্তবায়নের প্রয়োজন কেন?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে
খ. নারী-পুরুষের সমতা আনয়ন করতে
গ. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য
ঘ. সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য
৪৮। নিচের কোনটি মানবাধিকারের উদাহরণ?
ক. নির্যাতন করা খ. আটক করা
গ. শিশু পাচার ঘ. মতপ্রকাশের স্বাধীনতা
৪৯। নিচের কোনটি মানবাধিকারের লঙ্ঘন?
ক. নিরাপত্তা প্রদান খ. ধর্ম পালনের সুযোগ
গ. সবার সমান অধিকার
ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৫০। জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
ক. ১৯৪০ খ. ১৯৪৫ গ. ১৯৪৮ ঘ. ১৯৫০
৫১। হাসুর বয়স ১২ বছর। সে বিদ্যালয়ে না গিয়ে একটি খামারে কাজ করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. কিছু করব না খ. বিদ্যালয়কে জানাব
গ. আমার মা-বাবাকে জানাব
ঘ. তার পরিবারকে কিছু টাকা দেব
৫২। সালেহা বেগম তাঁর পারিবারিক প্রয়োজনে কোনো পেশা বেছে নিতে চান। এ ক্ষেত্রে তুমি তাঁকে কী পরামর্শ দেবে?
ক. ইটের ভাটায় কাজ করতে
খ. পাথর ভাঙার কাজ করতে
গ. বাসায় গৃহকর্মীর কাজ করতে
ঘ. পোশাক কারখানায় কর্মী হিসেবে কাজ করতে
৫৩। বেগম রোকেয়া যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তার নাম কী?
ক. সাখাওয়াত গার্লস স্কুল
খ. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
গ. সাখাওয়াত মেমোরিয়াল স্কুল
ঘ. বেগম রোকেয়া গার্লস স্কুল
৫৪। বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২২ খ. ১৯৩২ গ. ১৯৪২ ঘ. ১৯৫২
৫৫। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন?
ক. নারীশিক্ষার জন্য
খ. নারীদের বেতন বৃদ্ধির জন্য
গ. নারীদের চাকরি দেওয়ার জন্য
ঘ. নারী-পুরুষের বৈষম্য কমানোর জন্য
৫৬। কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
ক. ৮ জানুয়ারি খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ ঘ. ৮ এপ্রিল
৫৭। বাংলাদেশের নারীদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য নিচের কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন?
ক. নারীশিক্ষার প্রসার ঘটানো
খ. নারীদের চাকরি দেওয়া
গ. নারীদের পুরুষের সমান মজুরি দেওয়া
ঘ. সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ
৫৮। বিদ্যালয়ের আসবাব ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন কেন?
ক. এটি আমাদের দায়িত্ব বলে
খ. শিক্ষককে খুশি করার জন্য
গ. পিতা-মাতাকে খুশি করার জন্য
ঘ. প্রশংসা পাওয়া যাবে বলে
৫৯। তোমার সহপাঠী রফিক স্কুলে টিফিন আনতে ভুলে গেছে। তুমি কী করবে?
ক. তাকে প্রতিদিন টিফিন আনতে বলব
খ. নিজের টিফিন তার সঙ্গে ভাগ করে খাব
গ. নিজের টিফিন খেয়ে নেব
ঘ. বিষয়টি এড়িয়ে যাব
৬০। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রধান কারণ হলো—
ক. আমরা একই এলাকায় বাস করি বলে
খ. আমাদের ব্যবহার ভালো হওয়া উচিত বলে
গ. তাদের সঙ্গে আমাদের দেখা হয় বলে
ঘ. আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে
আসে বলে
৬১। নিচের কোন কাজটি তোমার জন্য ঝুঁকিপূর্ণ?
ক. আচার খাওয়া
খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া
গ. শ্রেণিকক্ষে বসে টিফিন খাওয়া
ঘ. খাবারের দোকানে বসে কিছু খাওয়া
৬২। তোমার বিদ্যালয়ে যাতায়াতের পথে একটি সাঁকো ভেঙে গেছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. অন্য বিদ্যালয়ে যাব
খ. বড়দের সহায়তায় মেরামত করব
গ. বিকল্প পথে বিদ্যালয়ে যাব
ঘ. মেরামতের জন্য নিজেই অর্থ সংগ্রহ করব
৬৩। তোমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা বর্তমানে অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল। এখন তুমি কী করবে?
ক. বিষয়টি এড়িয়ে যাব
খ. সাহায্যের উদ্যোগ নেব
গ. শিক্ষকের সাহায্য চাইব
ঘ. নিজের বাড়িতে নিয়ে আসব
৬৪। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বে অবহেলা?
ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ
গ. সহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা
৬৫। অপরিচিত কোনো ব্যক্তি তোমাকে কিছু খেতে দিলে তুমি কী করবে?
ক. ছোট ভাইকে নিয়ে খাব
খ. কৌশলে এড়িয়ে যাব
গ. খাবারটি অন্য শিশুকে দেব
ঘ. বন্ধুদের নিয়ে খাব
৬৬। রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
ক. জেব্রাক্রসিং ব্যবহার করা
খ. ফুটওভারব্রিজ ব্যবহার
গ. ফুটপাত ব্যবহার
ঘ. রাস্তার মাঝখান দিয়ে হাঁটা
৬৭। রাস্তা পারাপারের জন্য আইন মেনে চলার প্রধান কারণ—
ক. যানজট এড়ানো খ. দুর্ঘটনা এড়ানো
গ. জরিমানা এড়ানো ঘ. দ্রুত রাস্তা পার হওয়া
৬৮। হঠাত্ তোমার ছোট ভাইয়ের ডায়রিয়া শুরু হলো। তুমি প্রথম কী করবে?
ক. হাসপাতালে নিয়ে যাব
খ. ওরস্যালাইন খেতে দেব
গ. প্রতিবেশীদের খবর দেব
ঘ. পিতা-মাতাকে খবর দেব
৬৯। হঠাত্ করে বাড়িতে আগুন লেগে গেল। তোমরা প্রথম কোন কাজটি করবে?
ক. ঘর থেকে বের হয়ে যাব
খ. আগুন নেভানোর চেষ্টা করব
গ. অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেব
ঘ. সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকব
৭০। একজন নাগরিক কীভাবে শাসনকাজে অংশগ্রহণ করেন?
ক. ভোটদানের মাধ্যমে খ. শিক্ষালাভের মাধ্যমে
গ. কর দেওয়ার মাধ্যমে ঘ. দরিদ্র ব্যক্তিদের সাহায্য করার মাধ্যমে
৭১। আমাদের দেশে কত বছর বয়সে নাগরিকেরা ভোট দিতে পারেন?
ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২৪
৭২। তোমার বয়স এখন ১০ বছর। তুমি কত বছর পর ভোট দিতে পারবে?
ক. ৬ বছর খ. ৭ বছর গ. ৮ বছর ঘ. ৯ বছর
৭৩। বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র?
ক. গণতান্ত্রিক খ. একনায়কতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক ঘ. স্বৈরতান্ত্রিক
৭৪। আমাদের কোথায় কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?
ক. বাড়িতে খ. বিদ্যালয়ে
গ. শ্রেণিকক্ষে ঘ. সব ক্ষেত্রে
৭৫। গণতন্ত্রের অর্থ কী?
ক. পরিবারের শাসন খ. ব্যক্তির শাসন
গ. রাজনৈতিক দলের শাসন ঘ. জনগণের শাসন
৭৬। পরিবার গণতন্ত্রচর্চা করার উত্কৃষ্ট স্থান। আমরা পরিবারে গণতন্ত্রচর্চা করতে পারি—
ক. পরিবারে কথা না শুনে
খ. নিজের মতামত চাপিয়ে দিয়ে
গ. সবার মতামতকে গুরুত্ব দিয়ে
ঘ. পরিবারের সঙ্গে ঝগড়া না করে
৭৭। ওঁরাওদের প্রধান খাবার কোনটি?
ক. মাছ খ. খিচুড়ি গ. ভাত ঘ. রুটি
৭৮। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. প্যারিস
গ. জেনেভা ঘ. ওয়াশিংটন
৭৯। পরিবেশ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে জাতিসংঘের যে সংস্থাটি কাজ করে তার নাম কী?
ক. ইউনিসেফ খ. ইউনেসকো
গ. ইউএনডিপি ঘ. খাদ্য ও কৃষি সংস্থা
৮০। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. রোম
গ. বার্লিন ঘ. ওয়াশিংটন
সঠিক উত্তর মিলিয়ে নাও: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১। ঘ. ১৯৫২
২। ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩। গ. বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব
৪। গ. ১৭ এপ্রিল ১৯৭১
৫। ঘ. সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা
৬। ঘ. মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করা
৭। ক. গণহত্যার
৮। ঘ. ১৪ ডিসেম্বর
৯। খ. যুদ্ধে সহায়তার জন্য
১০। ক. জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
১১। খ. অদম্য সাহসী
১২। গ. ১৭৫৭ সালের ২৩ জুন
১৩। খ. ২২ বছর
১৪। ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫। গ. শাসন সুদৃঢ় করার জন্য
১৬। খ. ১৮৫৭
১৭। গ. মঙ্গল পান্ডে
১৮। খ. বঙ্গভঙ্গ
১৯। খ. ১৯০৬
২০. ক. ছাপাঙ্কিত মুদ্রা
২১। খ. পুণ্ড্রনগর
২২। ক. মেঘনা
২৩। গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
২৪। ঘ. সোনারগাঁ
২৫। ঘ. ১৯৭৫
২৬। গ. কৃষি কর্মকর্তার
২৭। খ. তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
২৮। ঘ. পোশাক
২৯। ক. রপ্তানির পরিমাণ বাড়ানো
৩০. ক. ২০ ভাগ
৩১. ক. ভারত
৩২. খ. প্রতিদিন পরিষ্কার করা
৩৩। ক. জনসম্পদ
৩৪। ক. শিক্ষা ও প্রশিক্ষণের
৩৫। খ. অর্থনৈতিক উন্নয়নের জন্য
৩৬। খ. পানি
৩৭। ক. শিক্ষিত
৩৮। গ. তিন
৩৯। গ. মানুষ
৪০। খ. আশ্রয়কেন্দ্রে যাব
৪১। খ. গারো
৪২। খ. বেঞ্চের নিচে আশ্রয় নেব
৪৩। ঘ. মানবাধিকার
৪৪। ঘ. বড়দের জানাব
৪৫। ক. তাঁর প্রতি সদয় থাকব
৪৬। খ. মানুষ হিসেবে অধিকার
৪৭। গ. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য
৪৮। ঘ. মতপ্রকাশের স্বাধীনতা
৪৯। ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৫০। গ. ১৯৪৮
৫১। গ. আমার মা-বাবাকে জানাব
৫২। ঘ. পোশাক কারখানায় কর্মী হিসেবে কাজ করতে
৫৩। খ. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
৫৪। খ. ১৯৩২
৫৫। ঘ. নারী-পুরুষের বৈষম্য কমানোর জন্য
৫৬। গ. ৮ মার্চ
৫৭। ক. নারীশিক্ষার প্রসার ঘটানো
৫৮। ক. এটি আমাদের দায়িত্ব বলে
৫৯। খ. নিজের টিফিন তার সঙ্গে ভাগ করে খাব
৬০। ঘ. আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে আসে বলে
৬১। খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া
৬২। খ. বড়দের সহায়তায় মেরামত করব
৬৩। খ. সাহায্যের উদ্যোগ নেব
৬৪। ঘ. অন্যের ক্ষতি করা
৬৫। খ. কৌশলে এড়িয়ে যাব
৬৬। ঘ. রাস্তার মাঝখান দিয়ে হাঁটা
৬৭। খ. দুর্ঘটনা এড়ানো
৬৮। খ. ওরস্যালাইন খেতে দেব
৬৯। ক. ঘর থেকে বের হয়ে যাব
৭০। ক. ভোটদানের মাধ্যমে
৭১। ক. ১৮
৭২। গ. ৮ বছর
৭৩। ক. গণতান্ত্রিক
৭৪। ঘ. সব ক্ষেত্রে
৭৫। ঘ. জনগণের শাসন
৭৬। গ. সবার মতামতকে গুরুত্ব দিয়ে
৭৭। গ. ভাত
৭৮। ক. নিউইয়র্ক
৭৯। গ. ইউএনডিপি
৮০। ক. নিউইয়র্ক
২। ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩। গ. বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব
৪। গ. ১৭ এপ্রিল ১৯৭১
৫। ঘ. সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা
৬। ঘ. মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করা
৭। ক. গণহত্যার
৮। ঘ. ১৪ ডিসেম্বর
৯। খ. যুদ্ধে সহায়তার জন্য
১০। ক. জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
১১। খ. অদম্য সাহসী
১২। গ. ১৭৫৭ সালের ২৩ জুন
১৩। খ. ২২ বছর
১৪। ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫। গ. শাসন সুদৃঢ় করার জন্য
১৬। খ. ১৮৫৭
১৭। গ. মঙ্গল পান্ডে
১৮। খ. বঙ্গভঙ্গ
১৯। খ. ১৯০৬
২০. ক. ছাপাঙ্কিত মুদ্রা
২১। খ. পুণ্ড্রনগর
২২। ক. মেঘনা
২৩। গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
২৪। ঘ. সোনারগাঁ
২৫। ঘ. ১৯৭৫
২৬। গ. কৃষি কর্মকর্তার
২৭। খ. তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
২৮। ঘ. পোশাক
২৯। ক. রপ্তানির পরিমাণ বাড়ানো
৩০. ক. ২০ ভাগ
৩১. ক. ভারত
৩২. খ. প্রতিদিন পরিষ্কার করা
৩৩। ক. জনসম্পদ
৩৪। ক. শিক্ষা ও প্রশিক্ষণের
৩৫। খ. অর্থনৈতিক উন্নয়নের জন্য
৩৬। খ. পানি
৩৭। ক. শিক্ষিত
৩৮। গ. তিন
৩৯। গ. মানুষ
৪০। খ. আশ্রয়কেন্দ্রে যাব
৪১। খ. গারো
৪২। খ. বেঞ্চের নিচে আশ্রয় নেব
৪৩। ঘ. মানবাধিকার
৪৪। ঘ. বড়দের জানাব
৪৫। ক. তাঁর প্রতি সদয় থাকব
৪৬। খ. মানুষ হিসেবে অধিকার
৪৭। গ. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য
৪৮। ঘ. মতপ্রকাশের স্বাধীনতা
৪৯। ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৫০। গ. ১৯৪৮
৫১। গ. আমার মা-বাবাকে জানাব
৫২। ঘ. পোশাক কারখানায় কর্মী হিসেবে কাজ করতে
৫৩। খ. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
৫৪। খ. ১৯৩২
৫৫। ঘ. নারী-পুরুষের বৈষম্য কমানোর জন্য
৫৬। গ. ৮ মার্চ
৫৭। ক. নারীশিক্ষার প্রসার ঘটানো
৫৮। ক. এটি আমাদের দায়িত্ব বলে
৫৯। খ. নিজের টিফিন তার সঙ্গে ভাগ করে খাব
৬০। ঘ. আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে আসে বলে
৬১। খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া
৬২। খ. বড়দের সহায়তায় মেরামত করব
৬৩। খ. সাহায্যের উদ্যোগ নেব
৬৪। ঘ. অন্যের ক্ষতি করা
৬৫। খ. কৌশলে এড়িয়ে যাব
৬৬। ঘ. রাস্তার মাঝখান দিয়ে হাঁটা
৬৭। খ. দুর্ঘটনা এড়ানো
৬৮। খ. ওরস্যালাইন খেতে দেব
৬৯। ক. ঘর থেকে বের হয়ে যাব
৭০। ক. ভোটদানের মাধ্যমে
৭১। ক. ১৮
৭২। গ. ৮ বছর
৭৩। ক. গণতান্ত্রিক
৭৪। ঘ. সব ক্ষেত্রে
৭৫। ঘ. জনগণের শাসন
৭৬। গ. সবার মতামতকে গুরুত্ব দিয়ে
৭৭। গ. ভাত
৭৮। ক. নিউইয়র্ক
৭৯। গ. ইউএনডিপি
৮০। ক. নিউইয়র্ক
No comments