এসএসসির বিশেষ প্রস্তুতি-২ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
এসএসসির বিশেষ প্রস্তুতি-২, বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১
১৫। মুহাম্মদ আলী জিন্নাহ কখন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা?
ক. ১৯৪৭ সালের ২৩ মার্চ
খ. ১৯৪৭ সালের ২২ ফেব্রুয়ারি
ঘ. ১৯৪৮ সালের ২২ মার্চ
১৬। সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এটি কোন চুক্তিতে ছিল?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ৮ দফা ঘ. ১২ দফা
১৭। যুক্তফ্রন্টের ২১ দফায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চাওয়া হয়েছিল?
ক. ঢাকা ও রাজশাহী
খ. চট্টগ্রাম ও রাজশাহী
গ. জাহাঙ্গীরনগর ও রাজশাহী
ঘ. ঢাকা ও বুয়েট
১৮। ১৯৫২ সালে কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন?
ক. শহীদুল্ল¬াহ খ. এ কে ফজলুল হক
গ. খাজা নাজিমুদ্দীন ঘ. আবদুুল মতিন
১৯। কাকে আহ্বায়ক করে ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
ক. আবদুল মতিন খ. কামরুদ্দিন আহমদ
গ. আবুল কাশেম ঘ. ড. মহিউদ্দিন আহমদ
২০। কারাবন্দী শেখ মুজিবুর রহমান নেতা- কর্মীদের কোথায় ডেকে একুশে ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন?
ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
খ. ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ চত্বরে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়
ঘ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে
২১। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দীনের ঘোষণার পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজ কত তারিখ ধর্মঘট পালন করে?
ক. ২৬ জানুয়ারি খ. ২৭ জানুয়ারি
গ. ৩০ জানুয়ারি ঘ. ২৯ জানুয়ারি
২২। পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়?
ক. ইংরেজি হরফে খ. ফারসি হরফে
গ. উর্দু হরফে ঘ. আরবি হরফে
২৩। আমতলার সভায় কতজন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়?
ক. ১০ জন খ. ১১ জন
গ. ১২ জন ঘ. ২০ জন
২৪। কখন ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার নির্মিত হয়?
ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫২
খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
গ. ২২ ফেব্রুয়ারি ১৯৫৩
ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৫২
২৫। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’—কবিতাটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. নীলিমা ইব্রাহিম
গ. জাহানারা ইমাম
ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী
২৬। রফিক, সালাম, বরকত, জব্বার কবে শহীদ হন?
ক. ১৯ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২
গ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২
২৭। শফিউরের বাবা জনতার নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন—
ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
গ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৩
ঘ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১
১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক ২১. গ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. গ।
No comments