এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৩ বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৩  বিষয়:বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
অধ্যায়-১
২৮। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা জারি হবেএ ঘোষণাটি দেওয়া হয় কত তারিখে?
ক. ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
খ. ১০ জানুয়ারি ১৯৫২
গ. ২০ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ. ২১ জানুয়ারি ১৯৫২
২৯। কত তারিখে শফিউর নিহত হন?
ক. ২২ ফেব্রুয়ারি ১৯৫২
খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
গ. ২৪ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ. ২০ ফেব্রুয়ারি ১৯৫২
৩০। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়?
ক. ১৫ দিন খ. ১৭ দিন
গ. ২ মাস ঘ. ১ মাস
৩১। নিচের কোনটি আলাউদ্দিন আল আজাদের রচিত কবিতা?
ক. স্মৃতির মিনার
খ. অসমাপ্ত তারুণ্যের গল্প
গ. শহীদ মিনার ঘ. ১৪০০ সাল
৩২। কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়?
ক. ১৯৫৪ সালে খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৫৩ সালে
৩৩। কবরনাটকটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. হুমায়ুন কবির
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. ড. মুনীর চৌধুরী
৩৪। বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল হলো
ঘ. ১৯৭১-এর পরের সত্তরের দশক
খ. ১৯৭২-এর পরের ত্রিশের দশক
গ. ১৯৭০-এর পরের বিশের দশক
ক. ১৯৫২-এর পরের পঞ্চাশের দশক
৩৫। আরেক ফাল্গুনএকটি
ক. নাটক খ. কবিতা
গ. উপন্যাস ঘ. গল্পগ্রন্থ
৩৬। পাকিস্তানি শাসনব্যবস্থায় স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালি অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল মাত্র
ক. শতকরা ২১ ভাগ
খ. শতকরা ৮ ভাগ
গ. শতকরা ৭ ভাগ ঘ.শতকরা ৫ ভাগ
৩৭। আরেক ফাল্গুনউপন্যাসের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. হুমায়ূন আহমেদ
গ. জহির রায়হান
ঘ. মুনীর চৌধুরী
৩৮। সব রাজনৈতিক আন্দোলনে কোন আন্দোলন অনুপ্রেরণা জুুগিয়েছিল?
ক. মুসলিম লীগের আন্দোলন
খ. স্বাধীনতা আন্দোলন
গ. ভাষা আন্দোলন
ঘ. ৬৯-এর গণ-অভ্যুত্থান
৩৯। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—এর রচয়িতা কে?
ক. আব্দুল লতিফ খ. আলতাফ মাহমুদ
গ. আবদুল গাফ্ফার চৌধুরী
ঘ. মুনীর চৌধুরী
৪০। যুক্তফ্রন্ট গঠিত হয় কতটি দল নিয়ে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৪১। ২১ ফেব্রুয়ারি ১৯৯৮ সাল পর্যন্ত কী দিবস হিসেবে পালিত হতো?
ক. মাতৃভাষা দিবস
খ. শহীদ দিবস
গ. ভাষা দিবস
ঘ. বিজয় দিবস
৪২। ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে?
ক. ভাষা দিবস
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ. মাতৃভাষা দিবস
ঘ. শহীদ দিবস
৪৩। বাঙালির জাতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি
ক. স্বাধীনতা আন্দোলন
খ. ছয় দফা আন্দোলন
গ. ৬৯-এর গণ-অভ্যুত্থান
ঘ. ভাষা আন্দোলন
৪৪। ইউনেসকো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারিকে অর্থাত্ শহীদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. ১৭ নভেম্বর ১৯৯৯
খ. ১৭ নভেম্বর ২০০১
গ. ১৭ নভেম্বর ১৯৯৮
ঘ. ১৭ নভেম্বর ২০০০
৪৫। পাকিস্তানি শাসন-পূর্ব বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলন কোনটি?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৪৭-এ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন
গ. ১৯৭০-এর নির্বাচন
ঘ. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন
৪৬। কাদের উদ্যোগে মূলত শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসহিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. কানাডাপ্রবাসী বাঙালিদের
খ. UNO-এর বাঙালি প্রতিনিধিদের
গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের
ঘ. যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের।

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: উত্তর
অধ্যায়-১
২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. গ ৩৯. গ ৪০. খ ৪১. খ ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক।



No comments

Powered by Blogger.