২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১১ বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ভাষা
১১৩। প্রত্যেক ভাষার কয়টি মেৌলিক অংশ থাকে?
ক. চারটি খ. পঁাচটি গ. ছয়টি ঘ. দশটি
১১৪। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
ক. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব
গ. রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব
১১৫। কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
ক. ধ্বনি খ. কারক গ. ছন্দ ঘ. বাক্য
১১৬। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগ&ধারার খ. অঙ্গপ্রত্যঙ্গের
গ. বাগ&যনে্ত্রর ঘ. চক্ষু ও কর্ণের
১১৭। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম ঘ. বাক্য প্রকরণ
১১৮। ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. ভাষাতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১১৯। সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান, বর্ণের বিন্যাস ইত্যাদি কিসের আলোচ্য বিষয়?
ক. বাক্যতত্ত্ব খ. অর্থতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ. রূপতত্ত্ব
১২০। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
খ. বাক্য গঠন ও উচ্চারণ গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয় ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১২১। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান খ. বাক্য গঠন ও উচ্চারণ গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
ঘ. বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১২২। ব্যাকরণের ধ্বনিতত্ত্ব' আলোচিত হয়-
ক. বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান
খ. শব্দ, পদ, লিঙ্গ, বচর, কারক, সমাস, প্রত্যয়
গ. বাক্য প্রকরণ, বাচ্য, বাগ&ধারা ইত্যাদি
ঘ. ওপরের সব কটি
১২৩। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
১২৪। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
ক. বাগ&ধারা খ. সমাস গ. কারক ঘ. সন্ধি
১২৫। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. অক্ষর খ. ধ্বনি গ. ধাতু ঘ. প্রকৃতি
১২৬। শব্দের ক্ষুদ্রাংশকে কী বলা হয়?
ক. পদ খ. রূপ গ. শব্দমূল ঘ. ধ্বনি
১২৭। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?
ক. রূপ খ. বাক্য গ. অর্থ ঘ. শব্দ
১২৮। বাক্যের ক্ষুদ্রতম একক কী?
ক. শব্দ খ. বর্ণ গ. ধ্বনি ঘ. চিহ্ন
১২৯। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১৩০। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্বের খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের ঘ. ধ্বনিতত্ত্বের
১৩১। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে
১৩২। আজকালকার চিনিতে মিষ্টি কম-এখানে চিনি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. জাপানি খ. চীনা গ. মিয়ানমার ঘ. ফারসি
১৩৩। লুঙ্গি' কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. তুর্কি গ. মিয়ানমার ঘ. জাপানি।
১৩৪। প্রকৃতি কয় প্রকার?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. দুই প্রকার ঘ. পঁাচ প্রকার
১৩৫। বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়?
ক. আনুপাতিক খ. আনুষঙ্গিক
গ. প্রাতিপদিক ঘ. প্রত্যয়ানি্তক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ভাষা
১১৩. ক ১১৪. ক ১১৫. গ ১১৬. গ ১১৭. খ ১১৮. খ ১১৯. গ ১২০. ঘ ১২১. ক ১২২. ক ১২৩. খ ১২৪. ঘ ১২৫. খ ১২৬. খ ১২৭. ঘ ১২৮. ক ১২৯. গ ১৩০. খ ১৩১. গ ১৩২. খ ১৩৩. গ ১৩৪. গ ১৩৫. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
ভাষা
১১৩। প্রত্যেক ভাষার কয়টি মেৌলিক অংশ থাকে?
ক. চারটি খ. পঁাচটি গ. ছয়টি ঘ. দশটি
১১৪। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
ক. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব
গ. রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব
১১৫। কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
ক. ধ্বনি খ. কারক গ. ছন্দ ঘ. বাক্য
১১৬। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগ&ধারার খ. অঙ্গপ্রত্যঙ্গের
গ. বাগ&যনে্ত্রর ঘ. চক্ষু ও কর্ণের
১১৭। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম ঘ. বাক্য প্রকরণ
১১৮। ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. ভাষাতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১১৯। সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান, বর্ণের বিন্যাস ইত্যাদি কিসের আলোচ্য বিষয়?
ক. বাক্যতত্ত্ব খ. অর্থতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ. রূপতত্ত্ব
১২০। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
খ. বাক্য গঠন ও উচ্চারণ গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয় ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১২১। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান খ. বাক্য গঠন ও উচ্চারণ গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
ঘ. বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১২২। ব্যাকরণের ধ্বনিতত্ত্ব' আলোচিত হয়-
ক. বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান
খ. শব্দ, পদ, লিঙ্গ, বচর, কারক, সমাস, প্রত্যয়
গ. বাক্য প্রকরণ, বাচ্য, বাগ&ধারা ইত্যাদি
ঘ. ওপরের সব কটি
১২৩। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
১২৪। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
ক. বাগ&ধারা খ. সমাস গ. কারক ঘ. সন্ধি
১২৫। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. অক্ষর খ. ধ্বনি গ. ধাতু ঘ. প্রকৃতি
১২৬। শব্দের ক্ষুদ্রাংশকে কী বলা হয়?
ক. পদ খ. রূপ গ. শব্দমূল ঘ. ধ্বনি
১২৭। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?
ক. রূপ খ. বাক্য গ. অর্থ ঘ. শব্দ
১২৮। বাক্যের ক্ষুদ্রতম একক কী?
ক. শব্দ খ. বর্ণ গ. ধ্বনি ঘ. চিহ্ন
১২৯। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১৩০। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্বের খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের ঘ. ধ্বনিতত্ত্বের
১৩১। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে
১৩২। আজকালকার চিনিতে মিষ্টি কম-এখানে চিনি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. জাপানি খ. চীনা গ. মিয়ানমার ঘ. ফারসি
১৩৩। লুঙ্গি' কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. তুর্কি গ. মিয়ানমার ঘ. জাপানি।
১৩৪। প্রকৃতি কয় প্রকার?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. দুই প্রকার ঘ. পঁাচ প্রকার
১৩৫। বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়?
ক. আনুপাতিক খ. আনুষঙ্গিক
গ. প্রাতিপদিক ঘ. প্রত্যয়ানি্তক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ভাষা
১১৩. ক ১১৪. ক ১১৫. গ ১১৬. গ ১১৭. খ ১১৮. খ ১১৯. গ ১২০. ঘ ১২১. ক ১২২. ক ১২৩. খ ১২৪. ঘ ১২৫. খ ১২৬. খ ১২৭. ঘ ১২৮. ক ১২৯. গ ১৩০. খ ১৩১. গ ১৩২. খ ১৩৩. গ ১৩৪. গ ১৩৫. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
No comments