২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৮ বাংলা ২য় পত্র


বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ভাষা
২৯। বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. ইংরেজ আগমনের পরে
ঘ. স্বাধীনতাযুদ্ধের পরে
৩০। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগের খ. মধ্যযুগের
গ. অন্ধকার যুগের
ঘ. আধুনিক যুগের
৩১। তত্সম শব্দের ‘তত্’ দ্বারা বোঝায়?
ক. সংস্কৃত খ. বাংলা
গ. প্রাকৃত ঘ. অসমীয়া
৩২। যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো—
ক. তত্সম শব্দ খ. তদ্ভব শব্দ
গ. দেশি শব্দ ঘ. বিদেশি শব্দ
৩৩। ‘তত্সম’ অর্থ ‘তার সমান’। এই ‘তার’ কিসের?
ক. বাংলার খ. প্রাকৃতের
গ. সংস্কৃতের ঘ. ইংরেজির
৩৪। নিচের কোনটি তত্সম শব্দ?
ক. চন্দ্র/ধর্ম খ. গিন্নি গ. ডিঙা ঘ. ইমান
৩৫। তত্সম শব্দ কোনটি?
ক. চা খ. চেয়ার গ. ধর্ম ঘ. কান
৩৬। ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
ক. তত্সম খ. তদ্ভব গ. দেশি ঘ. বিদেশি
৩৭। তত্সম শব্দ কোনটি?
ক. বৈষ্ণব/চাঁদ খ. নক্ষত্র/চন্দ্র
গ. ইমান ঘ. চামার
৩৮। নিচের কোনটি তত্সম শব্দ?
ক. হাত খ. ঝাঁটা গ. চন্দ্র ঘ. বাড়ি
৩৯। নিচের কোনটি তত্সম শব্দের উদাহরণ?
ক. বোষ্টম খ. দেশ গ. গঞ্জ ঘ. কেচ্ছা
৪০। নিচের কোনটি তত্সম শব্দ?
ক. চাঁদ খ. ভবন গ. কুলা ঘ. চামার
৪১। ‘ভবন’ কোন শ্রেণির শব্দ?
ক. পারিভাষিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. তত্সম শব্দ ঘ. তদ্ভব শব্দ
৪২। ‘কুিসত’ কোন ভাষার শব্দ?
ক. দেশি খ. তত্সম গ. ফারসি ঘ. তুর্কি
৪৩। কোনটি তত্সম শব্দের উদাহরণ?
ক. কুচ্ছিত খ. বেগম
গ. গিন্নি ঘ. হস্ত/পত্র
৪৪। কোনগুলো তত্সম শব্দ?
ক. আজ, আলনা, আটপৌর, ওঝা, কাজ
খ. অঞ্চল, অদ্য, কর্ম, ক্ষতি, গমন, ঘৃত
গ. কামড়, কয়লা, নেকা, পেয়ালা, নক্ষত্র
ঘ. চেহারা, চাকর, চাকরি, জঙ্গল, জঙ্গি
৪৫। ‘অশ্ব’ শব্দটি কোন শব্দ?
ক. পারিভাষিক শব্দ খ. যোগিক শব্দ
গ. তত্সম শব্দ ঘ. তদ্ভব শব্দ
৪৬। তত্সম শব্দ কোনগুলো?
ক. পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র
খ. টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
গ. আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক
ঘ. সূর্য, চন্ত্র, সাপ, গিন্নি
৪৭। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়?
ক. তত্সম খ. তদ্ভব
গ. অর্ধতত্সম ঘ. দেশি
৪৮। তদ্ভব কোন ধরনের শব্দ?
খ. পারিভাষিক খ. সংস্কৃত
গ. হিন্দি ঘ. আঞ্চলিক
৪৯। বাংলাদেশের আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে কী বলে?
ক. দেশি শব্দ খ. সংকর শব্দ
গ. মুণ্ডারি শব্দ ঘ. পারিভাষিক শব্দ
৫০। কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না?
ক. দেশি খ. তদ্ভব
গ. অর্ধতত্সম ঘ. তত্সম
৫১। নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ?
ক. জোছনা খ. চামার
গ. চাকু ঘ. ঢেঁকি
৫২। কোনটি দেশি শব্দ?
ক. ঢেঁকি খ. কাগজ
গ. আনারস ঘ. উকিল
৫৩। নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ?
ক. চাকু খ. চিনি গ. চুলা ঘ. চাকর।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. ক ৩৩. গ ৩৪. ক ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. গ ৩৯. খ ৪০. খ ৪১. গ ৪২. খ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. গ ৪৬. গ ৪৭. খ ৪৮. খ ৪৯. ক ৫০. ক ৫১. খ ৫২. ক ৫৩. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Powered by Blogger.