এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট-১২
সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০
[বিশেষ দ্রষ্টব্য :- সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো থেকে সঠিক-সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১]
ক. মানুষ
খ. আল্লাহ
গ. আখিরাত
ঘ. খলিফা
২. ‘যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের আদিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।’ উক্তিটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা শুরা
খ. সূরা আল-আম্বিয়া
গ. সূরা লুকমান
ঘ. সূরা আল-বাকারা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও
জনাব অহিদ সমাজে একজন কলুষ মানুষ। আল্লাহর সামনে নিজ কাজের জবাবদিহিতার সামান্য ভয়ও তার নেই। ফলে পাপাচার ও অশ্লীলতায় সে নিমজ্জিত হয়ে পড়েছে।
৩. কলুষতা থেকে মুক্ত হতে হলে জনাব অহিদকে কোনটিতে বিশ্বাসী হতে হবে?
ক. সামাজিক বন্ধুত্বে
খ. সততায়
গ. আখিরাতে
ঘ. উদারতায়
৪. উক্ত বিশ্বাসের ফলে জনাব অহিদ হয়ে উঠবেন-
i. সচ্চরিত্রবান ii. সৎকাজে উৎসাহী
iii. পবিত্র ও সুন্দর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. আল-কোরআন বিজ্ঞানময় গ্রন্থ। এ জন্য তার নাম হল-
ক. আল হিকমা
খ. আল ফুরকান
গ. আন্ নুর
ঘ. আল বুরহান
৬. তাকদিরের ভালোমন্দ নির্ধারণকারী কে?
ক. নিজ প্রচেষ্টা
খ. আল্লাহতায়ালা
গ. ফেরেশতারা
ঘ. মহানবী (সা.)
৭. মাদানি সূরার বৈশিষ্ট্য হল, এতে বর্ণিত হয়েছে-
ক. তাওহিদ ও রিসালাত
খ. শিরক ও কুফর
গ. হালাল ও হারাম
ঘ. আখিরাত ও কিয়ামত
৮. কোন সূরার শুরুতে রাতের শপথ করা হয়েছে?
ক. সূরা আততীন
খ. সূরা আল-ইনশিরাহ
গ. সূরা আশ-শামস
ঘ. সূরা আদ-দুহা
৯. বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সঙ্গে থাকবেন?
ক. শহীদ
খ. হাফিজ
গ. মুমিন
ঘ. আলিম
১০. হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখরি (র.) যান-
i. সিরিয়া ii. মিসর iii. বাগদাদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও
গণি মিয়া অত্যন্ত দানশীল। আত্মীয়-পরিজন, নিঃস্ব, দরিদ্র, এতিম সবাইকে তিনি উদার হস্তে দান করেন।
১১. প্রতিদিন সকালে গণি মিয়ার জন্য কারা দোয়া করেন?
ক. নবীগণ
খ. ফেরেশতাগণ
গ. সাহাবিগণ
ঘ. মুত্তকিগণ
১২. এরূপ দানের কারণে গণি মিয়া-
i. উত্তম প্রতিদান পাবেন
ii. সম্পদে বরকত পাবেন
iii. জান্নাতের সুসংবাদ পাবেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. নিয়মিত সালাত আদায় মানুষকে কোন কাজে সহায়তা করে?
ক. খারাপ কাজ থেকে দূরে থাকতে
খ. সম্পদ উপার্জনে
গ. পড়ালেখা করতে
ঘ. পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে
১৪. আল্লামা ওয়াকি (রহ.)-এর মতে একজন ভালো ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি?
ক. পাঠ তৈরি করে শ্রেণিতে যাওয়া
খ. সকল পাপ কাজ বর্জন করা
গ. নিয়মিত বিদ্যালয়ে যাওয়া
ঘ. বুঝেশুনে মুখস্থ করা
১৫. শ্রমিককে তার সাধ্য ও সামর্থ্যরে বাইরে কোন কাজ দেয়া যাবে না। হাদিসটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. মুয়াত্তা
খ. সুনানে ইবনে মাজাহ
গ. মুসলিম
ঘ. বুখারি
১৬. হজ মানুষকে কী শিক্ষা দেয়?
ক. ঐক্যবদ্ধ হতে
খ. সম্পদশালী হতে
গ. জ্ঞানী হতে
ঘ. ভ্রমণকারী হতে
১৭. ইসলামের দৃষ্টিতে জিহাদ কয় প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৮. মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. পাঁচটি
খ. ছয়টি
গ. সাতটি
ঘ. আটটি
১৯. ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক’ উক্তিটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা আল-আনফাল
খ. সূরা আল কালাম
গ. সূরা আন্-নাবা
ঘ. সূরা আল হুজরাত
২০. শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা আমানত। তাই তাদের প্রতি শিক্ষকের কর্তব্য কী?
ক. পরীক্ষায় বেশি নম্বর দেয়া
খ. সুশিক্ষা দান করা
গ. শাস্তি দেয়া
ঘ. আবদার পূরণ করা
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও
আরমান ও তার সঙ্গীরা তাদের পাড়ায় একটি সমিতি গড়ে তোলেন। সেখান থেকে মানুষকে টাকা ঋণ দিয়ে শতকরা ৫ টাকা বেশি নেন।
২১. আরমান সাহেবের এরূপ উদ্যোগ কীসের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসায়ের
খ. সহযোগিতার
গ. সুদের
ঘ. ঘুষের
২২. আরমান সাহেবের উক্ত কাজের পরিণাম-
i. অত্যন্ত ভয়াবহ ii. অত্যন্ত গর্হিত কাজ
iii. কল্যাণকর কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. স্বদেশপ্রেম প্রকাশ করতে হয়-
i. নিজের কাজ দ্বারা ii. মুখের কথা দ্বারা
iii. সেবার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii
২৪. পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ হল-
ক. নাজাফাত
খ. নাজাসাত
গ. রিসওয়াত
ঘ. সাদাকাত
২৫. বুহায়রা কী ছিলেন?
ক. ওলি
খ. ইহুদি
গ. পাদ্রি
ঘ. মুসলিম
২৬. বায়তুল হিকমাহ কী?
ক. পাঠাগার
খ. গবেষণাগার
গ. জাদুঘর
ঘ. ব্যায়ামাগার
২৭. ন্যায়বিচার বলতে বোঝায়-
i. আইন অনুযায়ী বিচার করা
ii. গণ্যমান্যদের সম্মান প্রদর্শন করা
iii. সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. ইবনে জারির আত্-তাবারি (র.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৮৩৯
খ. ৯২৩
গ. ৮২৭
ঘ. ৯৩২
২৯. আল-কিন্দি কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন?
ক. ৮৬৪
খ. ৮৭৪
গ. ৮৮৪
ঘ. ৮৯৪
৩০. কিয়াস শব্দের অর্থ-
ক. তুলনা করা
খ. একতা
গ. ধারণা করা
ঘ. পরামর্শ করা
উত্তর : ১খ, ২ঘ, ৩গ, ৪ঘ, ৫ক, ৬খ, ৭গ, ৮ঘ, ৯ক, ১০ঘ, ১১খ, ১২ঘ, ১৩ক, ১৪ক, ১৫গ, ১৬ক, ১৭খ, ১৮ঘ, ১৯খ, ২০খ, ২১গ, ২২ক, ২৩গ, ২৪ক, ২৫গ, ২৬ক, ২৭খ, ২৮ক, ২৯গ, ৩০ক।
No comments