PSC BDbisho p22
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
২৭। ঢাকার কোন স্থানে ১৮৫৭ সালের বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল?
ক. লালবাগে খ. মিরপুরে গ. রমনা পার্কে ঘ. বাহাদুর শাহ পার্কে
উত্তর: ঘ. বাহাদুর শাহ পার্কে
২৮। ভিক্টোরিয়া পার্কের নাম ১৯ শতকে পরিবর্তন করে কী রাখা হয়?
ক. সদরঘাট পার্ক খ. জিন্নাহ পার্ক গ. বাহাদুর শাহ পার্ক ঘ. কবি নজরুল পার্ক
উত্তর: গ. বাহাদুর শাহ পার্ক
২৯। কত সালে বাহাদুর শাহ পার্কে সিপাহি বিদ্রোহের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৪৭ সালে গ. ১৯৫০ সালে ঘ. ১৯৫৩ সালে
উত্তর: খ. ১৯৪৭ সালে
৩০। কত শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে?
ক. উনিশ শতক খ. বিশ শতক গ. আঠারো শতক ঘ. সতেরো শতক২৭। ঢাকার কোন স্থানে ১৮৫৭ সালের বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল?
ক. লালবাগে খ. মিরপুরে গ. রমনা পার্কে ঘ. বাহাদুর শাহ পার্কে
উত্তর: ঘ. বাহাদুর শাহ পার্কে
২৮। ভিক্টোরিয়া পার্কের নাম ১৯ শতকে পরিবর্তন করে কী রাখা হয়?
ক. সদরঘাট পার্ক খ. জিন্নাহ পার্ক গ. বাহাদুর শাহ পার্ক ঘ. কবি নজরুল পার্ক
উত্তর: গ. বাহাদুর শাহ পার্ক
২৯। কত সালে বাহাদুর শাহ পার্কে সিপাহি বিদ্রোহের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৪৭ সালে গ. ১৯৫০ সালে ঘ. ১৯৫৩ সালে
উত্তর: খ. ১৯৪৭ সালে
৩০। কত শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে?
উত্তর: খ. বিশ শতক
৩১। ১৮৮৫ সালে ভারতে একটি রাজনৈতিক দল গঠন করা হয়। দলটির নাম কী?
ক. ভারতীয় জাতীয় কংগ্রেস খ. ভারতীয় জনতা দল
গ. ভারতীয় বিজিপি ঘ. ভারতীয় তৃণমূল দল
উত্তর: ক. ভারতীয় জাতীয় কংগ্রেস
৩২। কারা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে?
ক. ব্রিটিশরা খ. চীনারা গ. পাকিস্তানিরা ঘ. গ্রিসরা
উত্তর: ক. ব্রিটিশরা
৩৩। কত সালে বাংলা প্রদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্তে বঙ্গভঙ্গ হয়?
ক. ১৯০৬ সালে খ. ১৯০৫ সালে গ. ১৯০৪ সালে ঘ. ১৯০৩ সালে
উত্তর: খ. ১৯০৫ সালে
৩৪। ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল কবে গঠন করা হয়েছিল?
ক. ১৯০৬ সালে খ. ১৯০৮ সালে গ. ১৯১০ সালে ঘ. ১৯০৯ সালে
উত্তর: ক. ১৯০৬ সালে
৩৫। নারীশিক্ষা প্রসারে নারী জাগরণের অগ্রদূতের নাম কী?
ক. প্রীতিলতা ওয়াদ্দেদার খ. বেগম রোকেয়া গ. সুফিয়া কামাল ঘ. সেলিনা হোসেন
উত্তর: খ. বেগম রোকেয়া
৩৬। কোন সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয়?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৬ সালে গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৫ সালে
উত্তর: গ. ১৯৪৭ সালে
সিনিয়র শিক্ষক প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments