PSC Bangla p6

বাংলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি -

বাংলা ১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৪ নম্বর প্রশ্নটি থাকবে আবেদনপত্র ও চিঠিপত্র লেখার ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: মনে করো তোমার নাম সুধা/সুমন। তুমি শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এ বছর তোমরা বনভোজনে সুন্দরবনে যেতে চাও। এখন প্রধান শিক্ষকের কাছে অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৪, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়, যশোর।
বিষয়: সুন্দরবনে বনভোজনে যাওয়ার অনুমতির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে প্রতিবছরের মতো এবারও আমরা বনভোজনে যাওয়ার ইচ্ছা পোষণ করছি এবং
সবার মতামতের ভিত্তিতে বনভোজনের জন্য সুন্দরবনকে নির্বাচন করেছি। এ বিষয়ে আপনার অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
অতএব, জনাবের কাছে আবেদন, আমাদের সুন্দরবনে বনভোজনে যাওয়ার অনুমতি এবং সার্বিক সহযোগিতা দিয়ে বাধিত করবেন।
বিনীত
শিক্ষার্থীদের পক্ষে
সুধা, পঞ্চম শ্রেণি
শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়, যশোর।

প্রশ্ন: মনে করো তোমার নাম শাকিল/মাকসুদা। তুমি অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার বাবা বিরামপুরে বদলি হয়েছেন। বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমার বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন। এখন বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদানের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর:
নভেম্বর ১৪, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
অভয়নগর প্রাথমিক বিদ্যালয়, অভয়নগর।
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা বিরামপুর বদলি হয়ে গেছেন। তাই আমাকেও বিরামপুর চলে যেতে হচ্ছে। সেখানে বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে আমার ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ওই বিদ্যালয়ে ভর্তির জন্য আমার বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন।
অতএব, আমার অসুবিধার কথা বিবেচনা করে অত্র বিদ্যালয় থেকে একটি ছাড়পত্র প্রদান করে বাধিত করতে মহোদয়ের আজ্ঞা হয়।
বিনীত
আপনারই একান্ত বাধ্যগত ছাত্র
শাকিল
পঞ্চম শ্রেণি: রোল নম্বর ২
পিতার নাম: সুলতান উদ্দিন
মাতার নাম: সুলতানা রাজিয়া।

No comments

Powered by Blogger.