২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১৪ বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি পরিবর্তন
১। Prothesis অর্থ হলো?
ক. মধ্যস্বরাগম খ. আদি স্বরাগম
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
২। ‘মধ্যস্বরাগম’-এর অপর নাম কী?
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি পরিবর্তন
১। Prothesis অর্থ হলো?
ক. মধ্যস্বরাগম খ. আদি স্বরাগম
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
২। ‘মধ্যস্বরাগম’-এর অপর নাম কী?
ক. অসমীকরণ খ. বিষমীভবন
গ. বিপ্রকর্ষ ঘ. সমীভবন
৩। বিপ্রকর্ষের অপর নাম কী?
ক. অন্ত্যস্বরাগম খ. মধ্যস্বরাগম
গ. সম্প্রকর্ষ ঘ. স্বরলোপ
৪। স্বরভক্তির অপর এক নাম কী?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
৫। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয়—
ক. অপিনিহিতি খ. অসমীকরণ
গ. স্বরসংগতি ঘ. অন্ত্যস্বরাগম
৬। পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম
গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি
৭। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
ক. পরাগত খ. সম্প্রকর্ষ
গ. স্বরসংগতি ঘ. অসমীকরণ
৮। একটি স্বরধ্বনি প্রভাবে শব্দে অন্য স্বধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. স্বরলোপ খ. সমীকরণ
গ. অন্তঃস্বরলোপ ঘ. স্বরসংগতি
৯। আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
ক. আদি স্বরসংগতি খ. পরাগত স্বরসংগতি
গ. প্রগত স্বরসংগতি ঘ. মধ্য স্বরসংগতি
১০। অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?
ক. সমীভবন খ. প্রগত স্বরসংগতি
গ. অভিশ্রুতি ঘ. পরাগত স্বরসংগতি
১১। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ
১২। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. অপিনিহিতি খ. অসমীকরণ
গ. ধ্বনি বিপর্যয় ঘ. বিষমীভবন
১৩। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. ইস্কুল খ. রিসকা
গ. বসতি ঘ. বিলিতি
১৪। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. মুড়া > মুড়ে খ. বাক্স > বাস্ক
গ. মোজা > মুজো ঘ. দেশি > দিশী
১৫। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. আজি > আইজ খ. পিশাচ > পিচাশ
গ. পাকা > পাক্কা ঘ. স্কুল > ইস্কুল
১৬। শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
ক. সমীভবন খ. অসমীকরণ
গ. মধ্যস্বর লোপ ঘ. পরাগত সমীভবন
১৭। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন খ. বিষমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. ব্যঞ্জনবিকৃতি
১৮। বিষমীভবনের উদাহরণ কোনটি?
ক. গ্রাম > গেরাম খ. বিলাতি > বিলিতি
গ. ধোবা > ধোপা ঘ. লাল > নাল
১৯ কোনটি বিষমীভবনের উদাহরণ?
ক. শরীর খ. গেরাম গ. কপাট ঘ. জম্ম
ণত্ব ও ষত্ব বিধান
১। তত্সম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই—
ক. ষত্ব বিধান খ. ণত্ব বিধান
গ. উপসর্গ ঘ. প্রত্যয়
২। ণত্ব ও ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
ক. দেশি খ. বিদেশি
গ. তত্সম ঘ. খাঁটি বাংলা
৩। কোন জাতীয় শব্দের ণ-এর ব্যবহার হয় না?
ক. মৌলিক শব্দে খ. তত্সম শব্দে
গ. অর্ধতত্সম শব্দে
ঘ. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
৪। ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কী হয়?
ক. ণ খ. ন গ. ন্ন ঘ. ণ্য
৫। ঋ-কার ও র-এর পর ‘ণ’ হয়। নিচের কোন শব্দে এ বিধান কার্যকর হয়েছে?
ক. অনুষঙ্গ খ. যতন গ. তৃণ ঘ. ত্রিনয়ন
৬। ঋ, র, ষ-এর পর তত্সম শব্দে মূর্ধন্য (ণ. ব্যবহূত হয়—এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক. কৃষ্ণ খ. হরিণ গ. বিশেষণ ঘ. ব্যাকরণ
৭। ঝ, র, ষ-এর পরে মূর্ধন্য-ণ হয়, যেমন—
ক. উষ্ণ খ. হরিণ গ. কৃপণ ঘ. অর্পণ
৮। দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম— প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়নি কেন?
ক. তত্সম শব্দ বলে খ. দেশি শব্দ বলে
গ. বিদেশি শব্দ বলে ঘ. সমাসবদ্ধ শব্দ বলে
৯। ত-বর্গীয় বর্ণের আগে কখনো মূর্ধন্য হয় না?
ক. ন খ. ণ গ. স ঘ. শ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধ্বনি পরিবর্তন
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ক।
ণত্ব ও ষত্ব বিধান
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা
গ. বিপ্রকর্ষ ঘ. সমীভবন
৩। বিপ্রকর্ষের অপর নাম কী?
ক. অন্ত্যস্বরাগম খ. মধ্যস্বরাগম
গ. সম্প্রকর্ষ ঘ. স্বরলোপ
৪। স্বরভক্তির অপর এক নাম কী?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
৫। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয়—
ক. অপিনিহিতি খ. অসমীকরণ
গ. স্বরসংগতি ঘ. অন্ত্যস্বরাগম
৬। পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম
গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি
৭। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
ক. পরাগত খ. সম্প্রকর্ষ
গ. স্বরসংগতি ঘ. অসমীকরণ
৮। একটি স্বরধ্বনি প্রভাবে শব্দে অন্য স্বধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. স্বরলোপ খ. সমীকরণ
গ. অন্তঃস্বরলোপ ঘ. স্বরসংগতি
৯। আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
ক. আদি স্বরসংগতি খ. পরাগত স্বরসংগতি
গ. প্রগত স্বরসংগতি ঘ. মধ্য স্বরসংগতি
১০। অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?
ক. সমীভবন খ. প্রগত স্বরসংগতি
গ. অভিশ্রুতি ঘ. পরাগত স্বরসংগতি
১১। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ
১২। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. অপিনিহিতি খ. অসমীকরণ
গ. ধ্বনি বিপর্যয় ঘ. বিষমীভবন
১৩। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. ইস্কুল খ. রিসকা
গ. বসতি ঘ. বিলিতি
১৪। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. মুড়া > মুড়ে খ. বাক্স > বাস্ক
গ. মোজা > মুজো ঘ. দেশি > দিশী
১৫। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. আজি > আইজ খ. পিশাচ > পিচাশ
গ. পাকা > পাক্কা ঘ. স্কুল > ইস্কুল
১৬। শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
ক. সমীভবন খ. অসমীকরণ
গ. মধ্যস্বর লোপ ঘ. পরাগত সমীভবন
১৭। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন খ. বিষমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. ব্যঞ্জনবিকৃতি
১৮। বিষমীভবনের উদাহরণ কোনটি?
ক. গ্রাম > গেরাম খ. বিলাতি > বিলিতি
গ. ধোবা > ধোপা ঘ. লাল > নাল
১৯ কোনটি বিষমীভবনের উদাহরণ?
ক. শরীর খ. গেরাম গ. কপাট ঘ. জম্ম
ণত্ব ও ষত্ব বিধান
১। তত্সম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই—
ক. ষত্ব বিধান খ. ণত্ব বিধান
গ. উপসর্গ ঘ. প্রত্যয়
২। ণত্ব ও ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
ক. দেশি খ. বিদেশি
গ. তত্সম ঘ. খাঁটি বাংলা
৩। কোন জাতীয় শব্দের ণ-এর ব্যবহার হয় না?
ক. মৌলিক শব্দে খ. তত্সম শব্দে
গ. অর্ধতত্সম শব্দে
ঘ. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
৪। ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কী হয়?
ক. ণ খ. ন গ. ন্ন ঘ. ণ্য
৫। ঋ-কার ও র-এর পর ‘ণ’ হয়। নিচের কোন শব্দে এ বিধান কার্যকর হয়েছে?
ক. অনুষঙ্গ খ. যতন গ. তৃণ ঘ. ত্রিনয়ন
৬। ঋ, র, ষ-এর পর তত্সম শব্দে মূর্ধন্য (ণ. ব্যবহূত হয়—এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক. কৃষ্ণ খ. হরিণ গ. বিশেষণ ঘ. ব্যাকরণ
৭। ঝ, র, ষ-এর পরে মূর্ধন্য-ণ হয়, যেমন—
ক. উষ্ণ খ. হরিণ গ. কৃপণ ঘ. অর্পণ
৮। দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম— প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়নি কেন?
ক. তত্সম শব্দ বলে খ. দেশি শব্দ বলে
গ. বিদেশি শব্দ বলে ঘ. সমাসবদ্ধ শব্দ বলে
৯। ত-বর্গীয় বর্ণের আগে কখনো মূর্ধন্য হয় না?
ক. ন খ. ণ গ. স ঘ. শ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধ্বনি পরিবর্তন
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ক।
ণত্ব ও ষত্ব বিধান
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা
No comments