২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১০ বাংলা ২য় পত্র


বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ভাষা
৯০। ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
ক) গুজরাটি খ) পাঞ্জাবি গ) তুর্কি ঘ) জাপানি
৯১। ‘হারিকিরি’ শব্দের অর্থ—
ক) হারানো খ) রিকশা গ) আত্মহত্যা ঘ) আত্মরক্ষা
৯২। ‘পকেটমার’ শব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে?
ক) ইংরেজি + ফার্সি খ) ইংরেজি + তত্সম
গ) ইংরেজি + বাংলা ঘ) ইংরেজি + আরবি
৯৩। ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ক) ইংরেজি + আরবি খ) ইংরেজি + ফারসি
গ) ইংরেজি + বাংলা ঘ) ইংরেজি + হিন্দি
৯৪। ‘হাট-বাজার’ কোন জাতীয় মিশ্র শব্দ?
ক) বাংলা + ইংরেজি খ) ইংরেজি + বাংলা
গ) তত্সম + ফারসি ঘ) বাংলা + ফারসি
৯৫। ‘চৌ-হদ্দি’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে?
ক) হিন্দি + আরবি খ) ফারসি + আরবি
গ) বাংলা + ফারসি ঘ) তত্সম + ফরাসি
৯৬। ‘বেমালুম’ শব্দে ‘মালুম’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক) হিন্দি খ) ফারসি গ) বাংলা ঘ) আরবি
৯৭। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক) অপিনিহিতি খ) পারিভাষিক শব্দ
গ) রূঢ়ি শব্দ ঘ) তত্সম শব্দ
৯৮। কোনটি পারিভাষিক শব্দ?
ক) মসজিদ খ) হাসপাতাল
গ) সমীকরণ ঘ) হরতন
৯৯। ‘Oxygen’-এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি?
ক) উদজান খ) সহজান গ) অম্লজান ঘ) অক্সিজেন
১০০। Secretary-এর পারিভাষ্য কী?
ক) সচিব খ) সদস্য সচিব
গ) সাধারণ সম্পাদক ঘ) সম্পাদক
১০১। (পর্তুগিজ ভাষায়) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক) উইলিয়াম কেরি খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) মনুয়েল দ্য আসসুম্প সাঁও
১০২। (ইংরেজি ভাষায়) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মি. এন বি হ্যালহেড
গ) উইলিয়াম কেরি ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
১০৩। (বাংলা ভাষায়) বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
ক) রামরাম বসু খ) রামনারায়ণ তর্করত্ন
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) রাজা রামমোহন রায়
১০৪। বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) রাজা রামমোহন রায়
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) ড. এনামুল হক
১০৫। ব্যাকরণের কাজ কী?
ক) ভালো বক্তা তৈরি করা
খ) ভালো অভিনেতা তৈরি করা
গ) দ্রুত লেখা শেখানো
ঘ) ভাষার অব্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
১০৬। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক) বিশেষভাবে বিভাজন খ) বিশেষভাবে বিশ্লেষণ
গ) বিশেষভাবে বিয়োজন
ঘ) বিশেষভাবে সংযোজন
১০৭। ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক) ধ্বনি খ) ভাষা গ) শব্দ ঘ) বাক্য
১০৮। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
ক) ভাষা শিক্ষার জন্য
খ) ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
গ) ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
ঘ) ভাষার বিকাশের জন্য
১০৯। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১১০। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১১১। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ) শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ) অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ) ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
১১২। নিচের কোনটি ভাষার মৌলিক অংশ?
ক) তত্সম শব্দ খ) অর্থ গ) সন্ধি ঘ) পদ প্রকরণ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ভাষা
৯০. ঘ ৯১. গ ৯২. গ ৯৩. খ ৯৪. ঘ ৯৫. খ ৯৬. খ ৯৭. খ ৯৮. গ ৯৯. গ ১০০. ক ১০১. ঘ ১০২. খ ১০৩. ঘ ১০৪. খ ১০৫. ঘ ১০৬. খ ১০৭. খ ১০৮. খ ১০৯. গ ১১০. গ ১১১. ক ১১২. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Powered by Blogger.