২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৭ বাংলা ২য় পত্র
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
১। ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?
ক. মনের সাহায্যে খ. অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে
গ. ঠোঁটের সাহায্যে ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে
২। বাংলা ভাষার মূল উত্স কী?
ক. হিন্দি ভাষা খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
৩। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি খ. হিন্দি গ. ওডিষা ঘ. বঙ্গকামরূপী
৪। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ভাষা খ. চিত্র গ. ইঙ্গিত ঘ. আচরণ
৫। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
ক. শব্দ খ. বাক্য গ. পদ ঘ. অক্ষর
৬। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
ক. আসাম খ. পশ্চিমবঙ্গ
গ. গুজরাট ঘ. উত্তর প্রদেশ
৭। ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক খ. কণ্ঠের উচ্চারণ
গ. ভাব প্রকাশের মাধ্যম ঘ. ধ্বনির সমষ্টি
৮। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত খ. চর্যাপদ গ. রামায়ণ ঘ. জঙ্গনামা
৯। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক. মধুমালতী খ. সিকান্দরনামা
গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলি
১০। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. ভাষা
১১। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক. দেশ ও কালভেদে খ. দেশ, কাল ও ব্যক্তিভেদে
গ. কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
ঘ. দেশ, কাল ও পরিবেশভেদে
১২। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে—
ক. দুই হাজার খ. পাঁচ হাজারের ওপর
গ. সাড়ে তিন হাজারের ওপর
ঘ. সাড়ে সাত হাজারের ওপর
১৩। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
১৪। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ
গ. অন্ধকার ঘ. আধুনিক যুগ
১৫। বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১৬। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. চলিত রীতি খ. কথ্য রীতি
গ. সাধু রীতি ঘ. আঞ্চলিক রীতি
১৭। কথা-বার্তা, বক্তৃতা ও নাটকের জন্য কোন ভাষা বেশি উপযোগী?
ক. চলিত খ. সাধু গ. মিশ্র ঘ. উপজাতীয়
১৮। ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক. এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
খ. এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ. এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে
১৯। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়—
ক. কাব্যসাহিত্যে খ. দলিল-দস্তাবেজে
গ. পুঁথি সাহিত্যে ঘ. চিঠিপত্রে
২০। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে ঘ. ইংরেজদের আগমনের পর
২১। ‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে?
ক. সাধু ও চলিত রীতির মিশ্রণকে
খ. চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
গ. সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
ঘ. চলিত ও উপভাষার মিশ্রণকে
২২। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. ক্রিয়া ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া ঘ. বিশেষণ ও ক্রিয়া
২৩। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন—
ক. প্যারীচাঁদ মিত্র খ. গিরীশচন্দ্র সেন
গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৪। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর খ. গুরুচণ্ডালী গ. বোধ্য ঘ. দুর্বোধ্য
২৫। চলিত ভাষারীতির ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রযোজ্য—
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিম
গ. পরিবর্তনশীল ঘ. তত্সম শব্দবহুল
২৬। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয়
২৭। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্যভাষা খ. উপভাষা
গ. সাধুভাষা ঘ. চলিত ভাষা
২৮। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
ক. সাধু ভাষা খ. চলিত ভাষা
গ. উপভাষা ঘ. মৌলিক ভাষা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ঘ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮.খ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. খ ২৮. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
ক. মনের সাহায্যে খ. অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে
গ. ঠোঁটের সাহায্যে ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে
২। বাংলা ভাষার মূল উত্স কী?
ক. হিন্দি ভাষা খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
৩। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি খ. হিন্দি গ. ওডিষা ঘ. বঙ্গকামরূপী
৪। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ভাষা খ. চিত্র গ. ইঙ্গিত ঘ. আচরণ
৫। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
ক. শব্দ খ. বাক্য গ. পদ ঘ. অক্ষর
৬। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
ক. আসাম খ. পশ্চিমবঙ্গ
গ. গুজরাট ঘ. উত্তর প্রদেশ
৭। ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক খ. কণ্ঠের উচ্চারণ
গ. ভাব প্রকাশের মাধ্যম ঘ. ধ্বনির সমষ্টি
৮। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত খ. চর্যাপদ গ. রামায়ণ ঘ. জঙ্গনামা
৯। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক. মধুমালতী খ. সিকান্দরনামা
গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলি
১০। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. ভাষা
১১। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক. দেশ ও কালভেদে খ. দেশ, কাল ও ব্যক্তিভেদে
গ. কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
ঘ. দেশ, কাল ও পরিবেশভেদে
১২। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে—
ক. দুই হাজার খ. পাঁচ হাজারের ওপর
গ. সাড়ে তিন হাজারের ওপর
ঘ. সাড়ে সাত হাজারের ওপর
১৩। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
১৪। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ
গ. অন্ধকার ঘ. আধুনিক যুগ
১৫। বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১৬। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. চলিত রীতি খ. কথ্য রীতি
গ. সাধু রীতি ঘ. আঞ্চলিক রীতি
১৭। কথা-বার্তা, বক্তৃতা ও নাটকের জন্য কোন ভাষা বেশি উপযোগী?
ক. চলিত খ. সাধু গ. মিশ্র ঘ. উপজাতীয়
১৮। ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক. এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
খ. এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ. এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে
১৯। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়—
ক. কাব্যসাহিত্যে খ. দলিল-দস্তাবেজে
গ. পুঁথি সাহিত্যে ঘ. চিঠিপত্রে
২০। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে ঘ. ইংরেজদের আগমনের পর
২১। ‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে?
ক. সাধু ও চলিত রীতির মিশ্রণকে
খ. চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
গ. সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
ঘ. চলিত ও উপভাষার মিশ্রণকে
২২। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. ক্রিয়া ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া ঘ. বিশেষণ ও ক্রিয়া
২৩। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন—
ক. প্যারীচাঁদ মিত্র খ. গিরীশচন্দ্র সেন
গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৪। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর খ. গুরুচণ্ডালী গ. বোধ্য ঘ. দুর্বোধ্য
২৫। চলিত ভাষারীতির ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রযোজ্য—
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিম
গ. পরিবর্তনশীল ঘ. তত্সম শব্দবহুল
২৬। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয়
২৭। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্যভাষা খ. উপভাষা
গ. সাধুভাষা ঘ. চলিত ভাষা
২৮। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
ক. সাধু ভাষা খ. চলিত ভাষা
গ. উপভাষা ঘ. মৌলিক ভাষা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ঘ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮.খ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. খ ২৮. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
No comments